Aloe vera oil: অ্যালোভেরা জেল তো ব্যবহার করেছেন, এবার বানিয়ে নিন তেলও! রইল পদ্ধতি

Hair care: চুলের জন্য খুব ভাল কাজ করে অ্যালোভেরা। চুলকে যেমন নরম রাখে তেমনই খুশকি দূর করতেও সাহায্য করে। তবে চুল পড়া কমানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারেন অ্যালোভেরা তেল। দেখে নিন কী ভাবে বানাবেন

| Edited By: | Updated on: Nov 26, 2021 | 5:05 PM
অ্যালোভেরা থেকে জেল বের করে নিন। পাতা কেটে নিয়ে ছুরি দিয়ে জেল চেঁছে নিন।

অ্যালোভেরা থেকে জেল বের করে নিন। পাতা কেটে নিয়ে ছুরি দিয়ে জেল চেঁছে নিন।

1 / 5
এবার একটা প্যান গরম করতে বসিয়ে ওর মধ্যে নারকেল তেল দিন দু চামচ। ৮ থেকে ১০ টা মেথির দানা ফেলে দিন।

এবার একটা প্যান গরম করতে বসিয়ে ওর মধ্যে নারকেল তেল দিন দু চামচ। ৮ থেকে ১০ টা মেথির দানা ফেলে দিন।

2 / 5
সব বেশ ভাল ভাবে মিশিয়ে নিয়ে ফোটাতে থাকুন।

সব বেশ ভাল ভাবে মিশিয়ে নিয়ে ফোটাতে থাকুন।

3 / 5
খয়েরি রং ধরলে গ্যাস অফ করুন

খয়েরি রং ধরলে গ্যাস অফ করুন

4 / 5
এবার তা ভাল করে মাথায় ম্যাসাজ করুন। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন

এবার তা ভাল করে মাথায় ম্যাসাজ করুন। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন

5 / 5
Follow Us: