Hair Colour: পুজোর জন্য সদ্য চুলে রঙ করিয়েছেন? হেয়ার কালারকে দীর্ঘস্থায়ী করবেন যে উপায়ে…

Hair Care Tips: পুজোয় নজর কাড়া লুক পেতে অনেকেই চুলে রঙ করিয়েছেন। কেউ কেউ হাইলাইট করিয়েছেন। আবার কেউ কেউ পুরো চুলে রঙ করিয়েছেন। কিন্তু চুলের এই রঙ দীর্ঘদিন ধরে রাখতে কী করবেন, দেখে নিন...

| Edited By: | Updated on: Sep 29, 2022 | 2:07 PM
পুজোয় নজর কাড়া লুক পেতে অনেকেই চুলে রঙ করিয়েছেন। কেউ কেউ হাইলাইট করিয়েছেন। আবার কেউ কেউ পুরো চুলে রঙ করিয়েছেন। কিন্তু চুলের এই রঙ দীর্ঘদিন ধরে রাখতে কী করবেন, দেখে নিন...

পুজোয় নজর কাড়া লুক পেতে অনেকেই চুলে রঙ করিয়েছেন। কেউ কেউ হাইলাইট করিয়েছেন। আবার কেউ কেউ পুরো চুলে রঙ করিয়েছেন। কিন্তু চুলের এই রঙ দীর্ঘদিন ধরে রাখতে কী করবেন, দেখে নিন...

1 / 6
চুলের রঙ দীর্ঘদিন ধরে রাখতে সঠিক শ্যাম্পু বেছে নিতে হবে। সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। এই ধরনের শ্যাম্পু চুলের রঙ তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাই কালার-প্রোটেক্ট শ্যাম্পু বেছে নিন।

চুলের রঙ দীর্ঘদিন ধরে রাখতে সঠিক শ্যাম্পু বেছে নিতে হবে। সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। এই ধরনের শ্যাম্পু চুলের রঙ তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তাই কালার-প্রোটেক্ট শ্যাম্পু বেছে নিন।

2 / 6
চুলের রঙকে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী করতে তেলের সাহায্য নিন। পুজো কয়েকদিন তেল ব্যবহার না করলেও তেল মালিশ চুলের জন্য ভীষণ উপকারী। তেল হালকা গরম করে মালিশ করুন। এতে চুলের উজ্জ্বলতা বজায় থাকবে।

চুলের রঙকে দীর্ঘ সময়ের জন্য স্থায়ী করতে তেলের সাহায্য নিন। পুজো কয়েকদিন তেল ব্যবহার না করলেও তেল মালিশ চুলের জন্য ভীষণ উপকারী। তেল হালকা গরম করে মালিশ করুন। এতে চুলের উজ্জ্বলতা বজায় থাকবে।

3 / 6
চুলে রঙ করানোর পর চুল অনেক বেশি মসৃণ হয়ে যায়। এরপর চুলের যত্ন নেওয়া জরুরি। নিয়মিত শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং করাতে পারেন। এতে চুলের এই মসৃণতা ও রঙ দুটোই বজায় থাকে।

চুলে রঙ করানোর পর চুল অনেক বেশি মসৃণ হয়ে যায়। এরপর চুলের যত্ন নেওয়া জরুরি। নিয়মিত শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং করাতে পারেন। এতে চুলের এই মসৃণতা ও রঙ দুটোই বজায় থাকে।

4 / 6
অনেক সময় চুল রঙ করানোর পর চুল নিস্তেজ দেখায়। এটি চুলের আর্দ্রতার অভাবে দেখা দেয়। তাই চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য হেয়ার মাস্ক ব্যবহার করুন। অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ হেয়ার মাস্ক বেছে নিন, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে।

অনেক সময় চুল রঙ করানোর পর চুল নিস্তেজ দেখায়। এটি চুলের আর্দ্রতার অভাবে দেখা দেয়। তাই চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য হেয়ার মাস্ক ব্যবহার করুন। অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ হেয়ার মাস্ক বেছে নিন, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে।

5 / 6
পুজো কয়েকদিন আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই চুলের রঙ ফিকে হয়ে যাবে না। এছাড়া আপনি সপ্তাহে দু থেকে তিন বার শ্যাম্পু করুন। এতে চুলের রঙ দীর্ঘস্থায়ী হবে।

পুজো কয়েকদিন আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই চুলের রঙ ফিকে হয়ে যাবে না। এছাড়া আপনি সপ্তাহে দু থেকে তিন বার শ্যাম্পু করুন। এতে চুলের রঙ দীর্ঘস্থায়ী হবে।

6 / 6
Follow Us: