Sabbhineni Meghana: মালয়েশিয়ার বিরুদ্ধে জ্বলে উঠলেন মেঘনা, হলেন ম্যাচের সেরা

মহিলাদের এশিয়া কাপে পরপর দুটো ম্যাচেই জিতল ভারত। প্রথমে শ্রীলঙ্কা আর তারপর মালয়েশিয়াকে হারালেন হরমনপ্রীতরা। সোমবার সিলেটে হওয়া ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাব্বিনেনি মেঘনা। শেফালির সঙ্গে ওপেন করেন তিনি। ৬৯ রানের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও নিয়ে যান মেঘনা।

| Edited By: | Updated on: Oct 04, 2022 | 7:30 AM
মহিলাদের এশিয়া কাপে (Asia Cup) পরপর দুটো ম্যাচেই জিতল ভারত। প্রথমে শ্রীলঙ্কা আর তারপর মালয়েশিয়াকে হারালেন হরমনপ্রীতরা। সোমবার সিলেটে হওয়া ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাব্বিনেনি মেঘনা (Sabbhineni Meghana)। (ছবি: এসিসি মিডিয়া)

মহিলাদের এশিয়া কাপে (Asia Cup) পরপর দুটো ম্যাচেই জিতল ভারত। প্রথমে শ্রীলঙ্কা আর তারপর মালয়েশিয়াকে হারালেন হরমনপ্রীতরা। সোমবার সিলেটে হওয়া ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাব্বিনেনি মেঘনা (Sabbhineni Meghana)। (ছবি: এসিসি মিডিয়া)

1 / 5
ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেন সাব্বিনেনি মেঘনা। আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে খেলার সুযোগ পাননি। এ বারের এশিয়া কাপে খেলার সুযোগ পেয়ে সেটা ব্যর্থ হতে দিলেন না মেঘনা। (ছবি: এসিসি মিডিয়া)

ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেন সাব্বিনেনি মেঘনা। আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে খেলার সুযোগ পাননি। এ বারের এশিয়া কাপে খেলার সুযোগ পেয়ে সেটা ব্যর্থ হতে দিলেন না মেঘনা। (ছবি: এসিসি মিডিয়া)

2 / 5
চলতি বছরে একদিনের আন্তর্জতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মেঘনার। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার সাব্বিনেনি। তিনি এ বারের বিশ্বকাপে ভারতের স্ট্যান্ডবাইতে ছিলেন। (ছবি: এসিসি মিডিয়া)

চলতি বছরে একদিনের আন্তর্জতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মেঘনার। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ব্যাটার সাব্বিনেনি। তিনি এ বারের বিশ্বকাপে ভারতের স্ট্যান্ডবাইতে ছিলেন। (ছবি: এসিসি মিডিয়া)

3 / 5
রোহিত শর্মাদের মতোই ভারতের মহিলা ক্রিকেট দলের রিজার্ভ বেঞ্চও খুব শক্তিশালী। যার ফলে মেঘনা সেই অর্থে একাদশে থাকার সুযোগ পাচ্ছিলেন না। (ছবি: এসিসি মিডিয়া)

রোহিত শর্মাদের মতোই ভারতের মহিলা ক্রিকেট দলের রিজার্ভ বেঞ্চও খুব শক্তিশালী। যার ফলে মেঘনা সেই অর্থে একাদশে থাকার সুযোগ পাচ্ছিলেন না। (ছবি: এসিসি মিডিয়া)

4 / 5
চলতি এশিয়া কাপে, মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন সাব্বিনেনি মেঘনা। ৬৯ রান করার পথে তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ১টি ছয়. (ছবি: এসিসি মিডিয়া)

চলতি এশিয়া কাপে, মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছেন সাব্বিনেনি মেঘনা। ৬৯ রান করার পথে তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ১টি ছয়. (ছবি: এসিসি মিডিয়া)

5 / 5
Follow Us: