Bangla News » Photo gallery » India vs South Africa 5th match calls off Here see some pictures from 2 2 drawn series
India vs South Africa: ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতা হল না মেন ইন ব্লুর
যেমনটা আশঙ্কা ছিল, ঠিক তেমনটাই হল। বৃষ্টির কারণে ভেস্তে যায় রবিরাতের ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) পঞ্চম টি-২০ ম্যাচ। তবে একটাও বল গড়ায়নি এমনটা হয়নি। বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হওয়ার পর, ৩.৩ ওভার অবধি খেলা হয়েছিল। তার পর ফের বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। অবশেষে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। যার ফলে সিরিজ শেষ হল ২-২ ফলে।
সিলিকন ভ্যালিতে রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের নির্ণায়ক ম্যাচে নির্বিঘ্নে টস হয়েছিল। তবে প্রোটিয়াদের হয়ে টস করতে তেম্বা বাভুমার জায়গায় এসেছিলেন কেশব মহারাজ। চতুর্থ ম্যাচে চোট পাওয়ার কারণে সিরিজের শেষ ম্যাচে ছিলেন না দক্ষিণ আফ্রিকার (South Africa) অধিনায়ক তেম্বা বাভুমা।
1 / 5
টসের পর বৃষ্টির কারণে ৭ টার জায়গায়, ৭.৫০ মিনিটে ম্যাচ শুরু হয়েছিল। ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজের অপর চারটি ম্যাচের মতো শেষ ম্যাচেও টসে হারেন ভারত অধিনায়ক ঋষভ পন্থ। আর টসে শুরুতে ব্যাটিং করতে নেমেছিল ভারত (India)।
2 / 5
বৃষ্টির কারণে দেরিতে ম্যাচ শুরু হয়। এবং দুই দলের খেলাও কমিয়ে দেওয়া হয় ১৯ ওভারে। কিন্তু ৩.৩ ওভার অবধি খেলা হয়েছিল। তার পর ফের বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ থাকে। অবশেষে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। যার ফলে সিরিজ শেষ হয় ২-২ ফলে।
3 / 5
৫ ম্যাচের টি-২০ সিরিজের চার ম্যাচে মোট ৬টি উইকেট নিয়েছেন ভারতের সিনিয়র তারকা বোলার ভুবনেশ্বর কুমার। যার মধ্যে কটকে সিরিজে দ্বিতীয় ম্যাচেই চার উইকেট নিয়েছিলেন ভুবি। এবং সিরিজের সেরার পুরস্কার গিয়েছে ভুবির ঝুলিতে।
4 / 5
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এর আগে কোনও টি-২০ সিরিজে জেতেনি ভারত। রবিরাতে মাইলস্টোন গড়ার সুযোগ ছিল মেন ইন ব্লু-র হাতে। তবে বৃষ্টির কারণে পুরো ম্যাচ না হওয়ায় ৫ ম্যাচের সিরিজ ২-২ ড্র দিয়ে শেষ হল। যার ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতা হল না এ বারও। তবে ড্রেসিংরুমে টিম ইন্ডিয়ার সকলকে দেখা গেল হাসিমুখে পোজ দিতে।