Hima Das: সবরমতি আশ্রমে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন হিমা দাস

গুজরাতে চলতি জাতীয় গেমসে অংশ নিয়েছিলেন ভারতীয় তারকা অ্যাথলিট হিমা দাস (Hima Das)। তবে আশানুরূপ ফল করতে পারেননি তিনি। এরপর তিনি আমেদাবাদের সবরমতি আশ্রমে কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন। ঘুরে দেখলেন পুরো আশ্রমও।

| Edited By: | Updated on: Oct 04, 2022 | 9:00 AM
গুজরাতে চলতি জাতীয় গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন ভারতীয় তারকা অ্যাথলিট হিমা দাস (Hima Das)। তবে আশানুরূপ ফল করতে পারেননি তিনি। (ছবি-সাই মিডিয়া)

গুজরাতে চলতি জাতীয় গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিলেন ভারতীয় তারকা অ্যাথলিট হিমা দাস (Hima Das)। তবে আশানুরূপ ফল করতে পারেননি তিনি। (ছবি-সাই মিডিয়া)

1 / 6
৩৬ তম জাতীয় গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ে ছয় নম্বরে শেষ করেন ২০১৮ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী হিমা দাস। (ছবি-সাই মিডিয়া)

৩৬ তম জাতীয় গেমসে মহিলাদের ১০০ মিটার দৌড়ে ছয় নম্বরে শেষ করেন ২০১৮ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী হিমা দাস। (ছবি-সাই মিডিয়া)

2 / 6
আমেদাবাদের সবরমতি আশ্রমে (Sabarmati Ashram) কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন। ঘুরে দেখলেন পুরো আশ্রমও। (ছবি-সাই মিডিয়া)

আমেদাবাদের সবরমতি আশ্রমে (Sabarmati Ashram) কচিকাঁচাদের সঙ্গে সময় কাটালেন। ঘুরে দেখলেন পুরো আশ্রমও। (ছবি-সাই মিডিয়া)

3 / 6
ওই আশ্রমে কচিকাঁচাদের সঙ্গে প্রদীপ তৈরি করার কাজেও হাত লাগান হিমা। (ছবি-সাই মিডিয়া)

ওই আশ্রমে কচিকাঁচাদের সঙ্গে প্রদীপ তৈরি করার কাজেও হাত লাগান হিমা। (ছবি-সাই মিডিয়া)

4 / 6
 হুইল অফ লাইফের পাশেও কিছুটা সময় কাটান হিমা। (ছবি-সাই মিডিয়া)

হুইল অফ লাইফের পাশেও কিছুটা সময় কাটান হিমা। (ছবি-সাই মিডিয়া)

5 / 6
সবরমতি আশ্রমে হিমা বাচ্চাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। পাশাপাশি তিনি কথা বলেন সেখানে উপস্থিত স্টাফদের সঙ্গেও। (ছবি-সাই মিডিয়া)

সবরমতি আশ্রমে হিমা বাচ্চাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। পাশাপাশি তিনি কথা বলেন সেখানে উপস্থিত স্টাফদের সঙ্গেও। (ছবি-সাই মিডিয়া)

6 / 6
Follow Us: