Lawn Bowls: ছিল না কোচ, সমর্থন, সরকারি সাহায্য; অচেনা নামের খেলাতেই ফলল সোনা

যে খেলার নামই চেনে না দেশবাসী, তাতেই দেশের চার কন্যে ফুট ফোটালো ফুল। সংসার, সন্তান, চাকরিকে দূরে সরিয়ে রেখে বিদেশ বিভূঁইয়ে তেরঙা ওড়ালেন লাভলি, পিঙ্কিরা। সাত সমুদ্র পাড়ে ফের একবার বাজল জাতীয় সঙ্গীত।

| Edited By: | Updated on: Aug 03, 2022 | 8:45 AM
যে খেলার নামই চেনে না দেশবাসী, তাতেই দেশের চার কন্যে ফুট ফোটালো ফুল। সংসার, সন্তান, চাকরিকে দূরে সরিয়ে রেখে বিদেশ বিভূঁইয়ে তেরঙা ওড়ালেন লাভলি, পিঙ্কিরা। সাত সমুদ্র পাড়ে ফের একবার বাজল জাতীয় সঙ্গীত।(ছবি: নিজস্ব)

যে খেলার নামই চেনে না দেশবাসী, তাতেই দেশের চার কন্যে ফুট ফোটালো ফুল। সংসার, সন্তান, চাকরিকে দূরে সরিয়ে রেখে বিদেশ বিভূঁইয়ে তেরঙা ওড়ালেন লাভলি, পিঙ্কিরা। সাত সমুদ্র পাড়ে ফের একবার বাজল জাতীয় সঙ্গীত।(ছবি: নিজস্ব)

1 / 5
লন বল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে জনপ্রিয়। এই খেলায় সবচেয়ে বেশি সাফল্য তাদেরই ঝুলিতে। সেইসব দেশগুলিকেও পিছনে ফেলে পোডিয়াম ফিনিশ ভারতের মহিলা লন বল ফোর টিমের।(ছবি: নিজস্ব)

লন বল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে জনপ্রিয়। এই খেলায় সবচেয়ে বেশি সাফল্য তাদেরই ঝুলিতে। সেইসব দেশগুলিকেও পিছনে ফেলে পোডিয়াম ফিনিশ ভারতের মহিলা লন বল ফোর টিমের।(ছবি: নিজস্ব)

2 / 5
. দলের চার সদস্যের মধ্যে ৩৮ বছরের লাভলি চৌবে, ঝাড়খণ্ড পুলিশের কনস্টেবল। পিঙ্কি সিং দিল্লিতে শারীর শিক্ষার শিক্ষিকা। রূপা রানি তিরকে ঝাড়খণ্ডের ক্রীড়া বিভাগে কর্মরত, অসমের নয়নমণি শইকিয়া সে রাজ্যের বন দপ্তরের কর্মী।(ছবি: নিজস্ব)

. দলের চার সদস্যের মধ্যে ৩৮ বছরের লাভলি চৌবে, ঝাড়খণ্ড পুলিশের কনস্টেবল। পিঙ্কি সিং দিল্লিতে শারীর শিক্ষার শিক্ষিকা। রূপা রানি তিরকে ঝাড়খণ্ডের ক্রীড়া বিভাগে কর্মরত, অসমের নয়নমণি শইকিয়া সে রাজ্যের বন দপ্তরের কর্মী।(ছবি: নিজস্ব)

3 / 5
টিমের কাছে ছিল না কোচ। কোনওরকম সুবিধে পেতেন না লাভলিরা। এই ইভেন্টে বারবার ব্যর্থতার কারণে সরকারও মুখ ফিরিয়ে নিয়েছিল। নিজেদের ঐকান্তিক চেষ্টায় সোনার সফর তাঁদের। বিনা কোচেই অনুশীলন। একটু আগে বার্মিংহ্যাম গিয়ে লাগাতার অনুশীলনের ফল এই সোনা।(ছবি: নিজস্ব)

টিমের কাছে ছিল না কোচ। কোনওরকম সুবিধে পেতেন না লাভলিরা। এই ইভেন্টে বারবার ব্যর্থতার কারণে সরকারও মুখ ফিরিয়ে নিয়েছিল। নিজেদের ঐকান্তিক চেষ্টায় সোনার সফর তাঁদের। বিনা কোচেই অনুশীলন। একটু আগে বার্মিংহ্যাম গিয়ে লাগাতার অনুশীলনের ফল এই সোনা।(ছবি: নিজস্ব)

4 / 5
 লাভলি ছিলেন স্প্রিন্টার, নয়নমণি ভারোত্তোলক। চোটের কারণে লন বলের দিকে ঝোঁকেন। সেই সিদ্ধান্তই হয়ে গেল টার্নিং পয়েন্ট। তাঁদের আশা, এই সোনার পদক পরিস্থিতি বদলাবে।(ছবি: নিজস্ব

লাভলি ছিলেন স্প্রিন্টার, নয়নমণি ভারোত্তোলক। চোটের কারণে লন বলের দিকে ঝোঁকেন। সেই সিদ্ধান্তই হয়ে গেল টার্নিং পয়েন্ট। তাঁদের আশা, এই সোনার পদক পরিস্থিতি বদলাবে।(ছবি: নিজস্ব

5 / 5
Follow Us: