Infinix Zero 5G 2023: জানুয়ারিতেই ভারতে জোড়া স্মার্টফোন আর ল্যাপটপ আনছে Infinix, দুর্দান্ত লুক ছাড়াও আর কী-কী আছে জানুন

Infinix Smartphones And Laptops: ইনফিনিক্স (Infinix) চলতি মাসে ভারতে তিনটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, তারা Zero Book Ultra ল্যাপটপের সঙ্গে Infinix Note 12i 2022 এবং Zero 5G 2023 স্মার্টফোন দুটি লঞ্চ করবে।

| Edited By: | Updated on: Jan 13, 2023 | 3:11 PM
ইনফিনিক্স (Infinix) চলতি মাসে ভারতে তিনটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, তারা Zero Book Ultra ল্যাপটপের সঙ্গে Infinix Note 12i 2022 এবং Zero 5G 2023 স্মার্টফোন দুটি লঞ্চ করবে।

ইনফিনিক্স (Infinix) চলতি মাসে ভারতে তিনটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, তারা Zero Book Ultra ল্যাপটপের সঙ্গে Infinix Note 12i 2022 এবং Zero 5G 2023 স্মার্টফোন দুটি লঞ্চ করবে।

1 / 8
ইতিমধ্যেই বিশ্ব বাজারে এই তিনটি Infinix ডিভাইস লঞ্চ করেছে। ভারতীয় ভ্যারিয়েন্টগুলিতেও একই স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের বাজারে ইনফিনিক্স ল্যাপটপ এবং স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ইতিমধ্যেই বিশ্ব বাজারে এই তিনটি Infinix ডিভাইস লঞ্চ করেছে। ভারতীয় ভ্যারিয়েন্টগুলিতেও একই স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের বাজারে ইনফিনিক্স ল্যাপটপ এবং স্মার্টফোনগুলির স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

2 / 8
Infinix Note 12i 2022-এ 6.7 ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই ডিভাইসটিতে 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে।

Infinix Note 12i 2022-এ 6.7 ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই ডিভাইসটিতে 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ সহ মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে।

3 / 8
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সহায়ক লেন্স রয়েছে। এছাড়া ডিসপ্লের উপরে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সহায়ক লেন্স রয়েছে। এছাড়া ডিসপ্লের উপরে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।

4 / 8
Infinix Zero 2023 5G-তে 6.78 ইঞ্চির ফুল-HD+ এলসিডি ডিসপ্লে থাকবে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সহায়ক লেন্স রয়েছে। এছাড়া ডিসপ্লের উপরে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Infinix Zero 2023 5G-তে 6.78 ইঞ্চির ফুল-HD+ এলসিডি ডিসপ্লে থাকবে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সহায়ক লেন্স রয়েছে। এছাড়া ডিসপ্লের উপরে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

5 / 8
Infinix Zero 2023 5G ফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটিতে 8GB র‍্যাম এবং 256 GB অনবোর্ড স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর রয়েছে।  এতে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক এক্সওএস 12 (XOS 12) ইন্টারফেস থাকবে।

Infinix Zero 2023 5G ফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে। যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটিতে 8GB র‍্যাম এবং 256 GB অনবোর্ড স্টোরেজ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর রয়েছে। এতে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক এক্সওএস 12 (XOS 12) ইন্টারফেস থাকবে।

6 / 8
Infinix Zero Book Ultra ল্যাপটপটিতে একটি ব্যাকলিট কীবোর্ড এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এতে  ইন্টেল কোর I9 প্রসেসর রয়েছে। Infinix Zero Book Ultra-তে থাকবে 15.6 ইঞ্চির ডিসপ্লে, যা ফুলএইচডি রেজোলিউশন এবং 400 নিট স্ক্রিন ব্রাইটনেস অফার করবে।

Infinix Zero Book Ultra ল্যাপটপটিতে একটি ব্যাকলিট কীবোর্ড এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এতে ইন্টেল কোর I9 প্রসেসর রয়েছে। Infinix Zero Book Ultra-তে থাকবে 15.6 ইঞ্চির ডিসপ্লে, যা ফুলএইচডি রেজোলিউশন এবং 400 নিট স্ক্রিন ব্রাইটনেস অফার করবে।

7 / 8
Zero Book Ultra ল্যাপটপটিতে 32 GB পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং 1 টেরাবাইট এসএসডি স্টোরেজ রয়েছে এবং এতে গ্রাফিক্সের জন্য ইন্টেল আইরিশ এক্সই GPU ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপের জন্য, Infinix Zero Book Ultra 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Zero Book Ultra ল্যাপটপটিতে 32 GB পর্যন্ত LPDDR5 র‍্যাম এবং 1 টেরাবাইট এসএসডি স্টোরেজ রয়েছে এবং এতে গ্রাফিক্সের জন্য ইন্টেল আইরিশ এক্সই GPU ব্যবহার করা হয়েছে। ব্যাটারি ব্যাকআপের জন্য, Infinix Zero Book Ultra 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

8 / 8
Follow Us: