Indian Cricket: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি দুই টি ২০ ফ্লোরিডায়, ভারতের রেকর্ড কেমন?
ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত জিতেছে ৩-০ ব্যবধানে। টি ২০ সিরিজে ২-১ এগিয়ে ভারত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এবার আমেরিকা। টি ২০ সিরিজের বাকি দুটি ম্যাচ ৬ ও ৭ অগস্ট ফ্লোরিডার লাউডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে। এই মাঠে এর আগেও মুখোমুখি হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। কেমন রেকর্ড...জেনে নেওয়া যাক।
আমেরিকার একমাত্র ক্রিকেট স্টেডিয়াম এটি। ২০০৭ সালে প্রস্তত হয়। ২০ হাজার দর্শকাসন। সর্বাধিক রান ওয়েস্ট ইন্ডিজের ২৪৫। সর্বনিম্ন স্কোর নিউজিল্যান্ডের ৮১-১০। সর্বাধিক রান তাড়া করে জয় ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৮-৬। (ছবি : টুইটার)
1 / 5
জাতীয় দলের কোচ তখন অনিল কুম্বলে। ২০১৬ ওয়েস্ট ইন্ডিজ সফরে ফ্লোরিডার ব্রোওয়ার্ড পার্ক স্টেডিয়ামে দুটি টি ২০ খেলে ভারত। এভিন লুইসের শতরানে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রান করে। লোকেশ রাহুলের অপরাজিত শতরানে ২৪৪ রান করে ভারত। মাত্র ১ রানে হার। (ছবি : টুইটার)
2 / 5
দ্বিতীয় ম্যাচে অমিত মিশ্র ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪৩ রানে অলআউট। যদিও ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের পর বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হয়। (ছবি : টুইটার)
3 / 5
আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠে সর্বাধিক ব্যক্তিগত স্কোর লোকেশ রাহুলের অপরাজিত ১১০। এবারের সফরে অবশ্য তিনি নেই। (ছবি : টুইটার)
4 / 5
গত সফর অর্থাৎ ২০১৯ সালে এই মাঠেই আন্তর্জাতিক টি ২০ অভিষেক হয়েছিল নবদীপ সাইনির। প্রথম ম্যাচেই ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন ভারতীয় দলের এই পেসার। (ছবি : টুইটার)