Fifa World Cup 2022: জাতীয় সঙ্গীত গাইল ইরান; সমর্থকদের দুয়ো, প্রতিবাদ ছড়াল কাতারের গ্যালারিতে

কাতার বিশ্বকাপকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে ইরান। স্টেডিয়ামের গ্যালারিতে ছড়াল সরকার বিরোধী আন্দোলনের উত্তাপ।

| Edited By: | Updated on: Nov 26, 2022 | 12:16 AM
কাতার বিশ্বকাপকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে ইরান। স্টেডিয়ামের গ্যালারিতে ছড়াল সরকার বিরোধী আন্দোলনের উত্তাপ। ওয়েলসের বিরুদ্ধে দাপুটে জয় ও প্রতিবাদে মুখর, বিশ্ববাসীর কাছে অন্য এক ইরান ধরা পড়েছে।(ছবি:টুইটার)

কাতার বিশ্বকাপকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে ইরান। স্টেডিয়ামের গ্যালারিতে ছড়াল সরকার বিরোধী আন্দোলনের উত্তাপ। ওয়েলসের বিরুদ্ধে দাপুটে জয় ও প্রতিবাদে মুখর, বিশ্ববাসীর কাছে অন্য এক ইরান ধরা পড়েছে।(ছবি:টুইটার)

1 / 7
সরকারবিরোধী আন্দোলনকে অন্য মাত্রা দেয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ইরানের ফুটবলারদের জাতীয় সঙ্গীত না গাওয়া। সেই নীরব প্রতিবাদ নিয়ে হইচই হতেই শাস্তির হুঁশিয়ারি দেয় ইরান সরকারের মন্ত্রীরা। ওয়েলসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফুটবলারদের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল।(ছবি:টুইটার)

সরকারবিরোধী আন্দোলনকে অন্য মাত্রা দেয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ইরানের ফুটবলারদের জাতীয় সঙ্গীত না গাওয়া। সেই নীরব প্রতিবাদ নিয়ে হইচই হতেই শাস্তির হুঁশিয়ারি দেয় ইরান সরকারের মন্ত্রীরা। ওয়েলসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফুটবলারদের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেল।(ছবি:টুইটার)

2 / 7
তারই প্রতিবাদে মুখর ইরানের গ্যালারি। নিজের দেশের প্রতি ঘৃণায় জাতীয় সঙ্গীতের সময় উঠল দুয়ো।  (ছবি:টুইটার)

তারই প্রতিবাদে মুখর ইরানের গ্যালারি। নিজের দেশের প্রতি ঘৃণায় জাতীয় সঙ্গীতের সময় উঠল দুয়ো। (ছবি:টুইটার)

3 / 7
জাতীয় পতাকা নিয়েও রাগ ও ঘৃণার মিশেলে ফুঁপিয়ে কেঁদেছে ইরানের মানুষজন।(ছবি:টুইটার)

জাতীয় পতাকা নিয়েও রাগ ও ঘৃণার মিশেলে ফুঁপিয়ে কেঁদেছে ইরানের মানুষজন।(ছবি:টুইটার)

4 / 7
এক মহিলা 'মাহশা আমিনি' লেখা জার্সি পরে এসেছিলেন। ইরানের পোশাকবিধি না মানায় পুলিশের হেফাজতে থাকাকালীন অত্যাচার ও পরে মৃত্যু হয় মাহশার। এই মৃত্যু ইরানের জনগণকে নাড়িয়ে দিয়েছে। প্রতিবাদে পথে নেমেছেন মানুষ। (ছবি:টুইটার)

এক মহিলা 'মাহশা আমিনি' লেখা জার্সি পরে এসেছিলেন। ইরানের পোশাকবিধি না মানায় পুলিশের হেফাজতে থাকাকালীন অত্যাচার ও পরে মৃত্যু হয় মাহশার। এই মৃত্যু ইরানের জনগণকে নাড়িয়ে দিয়েছে। প্রতিবাদে পথে নেমেছেন মানুষ। (ছবি:টুইটার)

5 / 7
মাহসা আমিনির জার্সি হাতে রাখায় পুলিশের বাধার মুখে পড়তে হয় ওই মহিলাকে।(ছবি:টুইটার)

মাহসা আমিনির জার্সি হাতে রাখায় পুলিশের বাধার মুখে পড়তে হয় ওই মহিলাকে।(ছবি:টুইটার)

6 / 7
 প্রতিবাদের পাশাপাশি গ্যারেথ বেলের ওয়েলসকে হারিয়ে ২-০ গোলে ইরান দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে।  (ছবি:টুইটার)

প্রতিবাদের পাশাপাশি গ্যারেথ বেলের ওয়েলসকে হারিয়ে ২-০ গোলে ইরান দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। (ছবি:টুইটার)

7 / 7
Follow Us: