ISL Final 2020: গ্লাভসের দাপটে কে জিতবে সোনার গ্লাভস?

সোনার গ্লাভসের (ISL Golden Glove) লড়াইয়ে ৫ ফুটবলার। আইএসএল ফাইনালে মুম্বই এফসি (Mumbai City FC) ও এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কিপারদের একে অপরকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আর যে গোলকিপার তা পারবেন, তাঁর দখলে আসবে আইএসএলের সোনার গ্লাভস। চলতি আইএসএলে (ISL) এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্লিনশিট আদায় করেছেন এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য এবং মুম্বই সিটি এফসির অমরিন্দর সিং। দুজনই ১০ টি করে ক্লিনশিট পেয়েছেন। আইএসএলের মহারণে কে দখল করবেন সোনার গ্লাভস? আজকের ম্যাচে নজর থাকবে সে দিকেও।

| Updated on: Mar 13, 2021 | 7:26 PM
এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য (১০ ক্লিনশিট)

এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্য (১০ ক্লিনশিট)

1 / 5
মুম্বই সিটি এফসির অমরিন্দর সিং (১০ ক্লিনশিট)

মুম্বই সিটি এফসির অমরিন্দর সিং (১০ ক্লিনশিট)

2 / 5
জামশেদপুর এফসির টিপি রেহনেশ (৮ ক্লিনশিট)

জামশেদপুর এফসির টিপি রেহনেশ (৮ ক্লিনশিট)

3 / 5
হায়দরাবাদ এফসির লক্ষ্মীকান্ত কাট্টিমণি (৮ ক্লিনশিট)

হায়দরাবাদ এফসির লক্ষ্মীকান্ত কাট্টিমণি (৮ ক্লিনশিট)

4 / 5
চেন্নাইয়ন এফসির বিশাল কেইথ (৮ ক্লিনশিট)

চেন্নাইয়ন এফসির বিশাল কেইথ (৮ ক্লিনশিট)

5 / 5
Follow Us: