The Hundred Women’s Competition 2022: হান্ড্রেডে অর্ধশতরানে মরসুম শুরু জেমিমার

শুরু হল এবারের হান্ড্রেড (The Hundred) প্রতিযোগিতা। ইংল্যান্ডে ১০০ বলের এই প্রতিযোগিতায় মেয়েদের ইভেন্টে খেলেন ভারতীয় ক্রিকেটাররাও। মরসুমের প্রথম ম্যাচেই ব্যাট হাতে অনবদ্য ভারতীয় ক্রিকেটার জেমিমা রডরিগজ (Jemimah Rodrigues)।

| Edited By: | Updated on: Aug 12, 2022 | 9:30 AM
এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সুপারচার্জার্স এবং ওভাল ইনভিন্সিবল। লন্ডন ওভালে হল প্রথম ম্যাচ। (ছবি : টুইটার)

এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্দার্ন সুপারচার্জার্স এবং ওভাল ইনভিন্সিবল। লন্ডন ওভালে হল প্রথম ম্যাচ। (ছবি : টুইটার)

1 / 5
নর্দার্ন সুপারচার্জার্সে খেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার জেমিমা রডরিগজ। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করেন জেমিমারা। ১০০ বলে ১৪৩-৫ করে সুপারচার্জার্স। (ছবি : টুইটার)

নর্দার্ন সুপারচার্জার্সে খেলেন ভারতের মিডল অর্ডার ব্যাটার জেমিমা রডরিগজ। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করেন জেমিমারা। ১০০ বলে ১৪৩-৫ করে সুপারচার্জার্স। (ছবি : টুইটার)

2 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রানার্স হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Team India)। দারুণ ছন্দে ছিলেন জেমিমা রডরিগজ। (ছবি : টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রানার্স হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Team India)। দারুণ ছন্দে ছিলেন জেমিমা রডরিগজ। (ছবি : টুইটার)

3 / 5
 ওপেনিংয়ে নেমে ৩২ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস জেমিমা রডরিগজের (Jemimah Rodrigues)। ইনিংসে ৮ টি বাউন্ডারি মেরেছেন জেমিমা। অর্ধশতরানে এবারের মরসুম শুরু জেমিমার। (ছবি : টুইটার)

ওপেনিংয়ে নেমে ৩২ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস জেমিমা রডরিগজের (Jemimah Rodrigues)। ইনিংসে ৮ টি বাউন্ডারি মেরেছেন জেমিমা। অর্ধশতরানে এবারের মরসুম শুরু জেমিমার। (ছবি : টুইটার)

4 / 5
সোনার পদকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। হরমনপ্রীত কৌর-জেমিমা জুটিতে ম্যাচে ছিল ভারত। শেষ অবধি মাত্র ৯ রানে হার। (ছবি : টুইটার)

সোনার পদকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। হরমনপ্রীত কৌর-জেমিমা জুটিতে ম্যাচে ছিল ভারত। শেষ অবধি মাত্র ৯ রানে হার। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: