UEFA Nations League: ওয়েম্বলিতে ইংল্যান্ড-জার্মানি থ্রিলার

উয়েফা নেশন্স লিগে ওয়েম্বলিতে রুদ্ধশ্বাস ম্যাচ। ইংল্যান্ড-জার্মানি কেউই অবশ্যই ফুল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। তেমনই মূলপর্বে যেতেও ব্যর্থ দু-দলই। এখনও অবধি সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া। তবে ফুটবল অনুরাগীদের জন্য আধডজন গোলের থ্রিলার ওয়েম্বলিতে। কাতার বিশ্বকাপের আগে দু'দলই নিজেদের সেরা প্রস্তুতি সারতে পারল।

| Edited By: | Updated on: Sep 27, 2022 | 9:00 AM
উয়েফা নেশন্স লিগে (Nations League) ওয়েম্বলিতে রুদ্ধশ্বাস ম্যাচ। ইংল্যান্ড-জার্মানি কেউই অবশ্যই ফুল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। তেমনই মূলপর্বে যেতেও ব্যর্থ দু-দলই। (ছবি : টুইটার)

উয়েফা নেশন্স লিগে (Nations League) ওয়েম্বলিতে রুদ্ধশ্বাস ম্যাচ। ইংল্যান্ড-জার্মানি কেউই অবশ্যই ফুল পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। তেমনই মূলপর্বে যেতেও ব্যর্থ দু-দলই। (ছবি : টুইটার)

1 / 5
এখনও অবধি সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া। তবে ফুটবল অনুরাগীদের জন্য আধডজন গোলের থ্রিলার ওয়েম্বলিতে। কাতার বিশ্বকাপের আগে দু'দলই নিজেদের সেরা প্রস্তুতি সারতে পারল। (ছবি : টুইটার)

এখনও অবধি সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়া। তবে ফুটবল অনুরাগীদের জন্য আধডজন গোলের থ্রিলার ওয়েম্বলিতে। কাতার বিশ্বকাপের আগে দু'দলই নিজেদের সেরা প্রস্তুতি সারতে পারল। (ছবি : টুইটার)

2 / 5
প্রথামার্ধ গোলশূন্য। গোলের খাতা খোলে পেনাল্টিতে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় জার্মানি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল ইকে গুন্ডোগানের। ৬৭ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান বাড়ান কাই হাভার্ৎজ ( Kai Havertz)। (ছবি : টুইটার)

প্রথামার্ধ গোলশূন্য। গোলের খাতা খোলে পেনাল্টিতে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় জার্মানি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল ইকে গুন্ডোগানের। ৬৭ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান বাড়ান কাই হাভার্ৎজ ( Kai Havertz)। (ছবি : টুইটার)

3 / 5
দ্রুতই ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৪ মিনিটের ব্যবধানে গোল লুক শ এবং মেসন মাউন্টের। সমতা ফেরায় ইংল্যান্ড। ম্যাচ আরও জমে ওঠে ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোলে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন (Harry Kane)। (ছবি : টুইটার)

দ্রুতই ম্যাচে ফেরে ইংল্যান্ড। ৪ মিনিটের ব্যবধানে গোল লুক শ এবং মেসন মাউন্টের। সমতা ফেরায় ইংল্যান্ড। ম্যাচ আরও জমে ওঠে ৮৩ মিনিটে। পেনাল্টি থেকে গোলে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন (Harry Kane)। (ছবি : টুইটার)

4 / 5
ওয়েম্বলিতে (Wembly) ততক্ষণে জয়ের উল্লাস। তবে নাটকের তখনও বাকি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে তৃতীয় গোল জার্মানির। এ বারও কাই হাভার্ৎজ। তাঁর জোড়া গোলে ৩-৩ স্কোরে মাঠ ছাড়ে জার্মানি। (ছবি : টুইটার)

ওয়েম্বলিতে (Wembly) ততক্ষণে জয়ের উল্লাস। তবে নাটকের তখনও বাকি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে তৃতীয় গোল জার্মানির। এ বারও কাই হাভার্ৎজ। তাঁর জোড়া গোলে ৩-৩ স্কোরে মাঠ ছাড়ে জার্মানি। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: