Kangana Ranaut: বলিউডের ‘ক্যুইন’ও বাঁচাতে পারছেন না প্রযোজকদের, পরপর ৮ ছবিই ফ্লপ কঙ্গনার, ধরাশায়ী ‘ধকড়’ও

Kangana Ranaut: সদ্য মুক্তিপ্রাপ্ত ধকড়ের প্রথম দিনের আয় এত কম যে শুনলে চমকে যাবেন আপনি। কঙ্গনার শেষ ছবির আয় ও লাভের বিস্তারিত হিসেব রইল বিস্তারিত।

| Edited By: | Updated on: May 21, 2022 | 7:27 PM
তিনি আখ্যা পেয়েছিলেন বলিউডে কুইন হিসেবে, বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন সব সময়। কিন্তু সিনেমা দুনিয়ায় ভাগ্য বোধহয় ভাল যাচ্ছে না কঙ্গনা রানাওয়াতের। এই নিয়ে পর পর আটটা ছবি ফ্লপ হল তাঁর। সদ্য মুক্তিপ্রাপ্ত ধকড়ের প্রথম দিনের আয় এত কম যে শুনলে চমকে যাবেন আপনি। কঙ্গনার শেষ ছবির আয় ও লাভের বিস্তারিত হিসেব রইল বিস্তারিত।

তিনি আখ্যা পেয়েছিলেন বলিউডে কুইন হিসেবে, বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন সব সময়। কিন্তু সিনেমা দুনিয়ায় ভাগ্য বোধহয় ভাল যাচ্ছে না কঙ্গনা রানাওয়াতের। এই নিয়ে পর পর আটটা ছবি ফ্লপ হল তাঁর। সদ্য মুক্তিপ্রাপ্ত ধকড়ের প্রথম দিনের আয় এত কম যে শুনলে চমকে যাবেন আপনি। কঙ্গনার শেষ ছবির আয় ও লাভের বিস্তারিত হিসেব রইল বিস্তারিত।

1 / 10
২০১৫ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনার ছবি 'আই লাভ নিউ ইয়র্ক'। ছবিতে কঙ্গনা ছাড়াও ছিলেন দেওল। কঙ্গনার কেরিয়ার অন্যতম মুখ থুবড়ে পড়া ছবি এটি। ১৬ কোটিতে বানানো ওই ছবি আয় করেছিল ১ কোটি ১৯ লক্ষ।

২০১৫ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনার ছবি 'আই লাভ নিউ ইয়র্ক'। ছবিতে কঙ্গনা ছাড়াও ছিলেন দেওল। কঙ্গনার কেরিয়ার অন্যতম মুখ থুবড়ে পড়া ছবি এটি। ১৬ কোটিতে বানানো ওই ছবি আয় করেছিল ১ কোটি ১৯ লক্ষ।

2 / 10
এর পর ওই বছরেই ইমরান খানের বিপরীতে কাট্টি বাট্টি ছবিতে দেখা যায় কঙ্গনাকে। ওই ছবির আয় ছিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা।

এর পর ওই বছরেই ইমরান খানের বিপরীতে কাট্টি বাট্টি ছবিতে দেখা যায় কঙ্গনাকে। ওই ছবির আয় ছিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা।

3 / 10
২০১৭ সালে মুক্তি পায় কঙ্গনার ছবি রঙ্গুন। ৬১ কোটিতে বানানো ওই ছবির আয় ছিল মাত্র ২১ কোটি।

২০১৭ সালে মুক্তি পায় কঙ্গনার ছবি রঙ্গুন। ৬১ কোটিতে বানানো ওই ছবির আয় ছিল মাত্র ২১ কোটি।

4 / 10
ওই বছরেই মুক্তি পায় সিমরন। এখানেও সেই লোকসান। ২৮ কোটির ছবি থেকে আয় হয় ১৪ কোটি ৮৮ লক্ষ টাকা।

ওই বছরেই মুক্তি পায় সিমরন। এখানেও সেই লোকসান। ২৮ কোটির ছবি থেকে আয় হয় ১৪ কোটি ৮৮ লক্ষ টাকা।

5 / 10
২০১৯-এ কঙ্গনা নিয়ে আসেন ঝাঁসির রানিকে। ছবি নিয়ে হাইপ থাকলেও বক্স অফিসে দেখা গেল অন্য চিত্র। প্রায় ১০০ কোটির বাজেটে নির্মিত ছবির আয় হয় ৯০ কোটি টাকা।

২০১৯-এ কঙ্গনা নিয়ে আসেন ঝাঁসির রানিকে। ছবি নিয়ে হাইপ থাকলেও বক্স অফিসে দেখা গেল অন্য চিত্র। প্রায় ১০০ কোটির বাজেটে নির্মিত ছবির আয় হয় ৯০ কোটি টাকা।

6 / 10
ওই একই সালে রাজকুমার রাওয়ের বিপরীতে মুক্তি পায় জাজমেন্টাল হো ক্যায়া। ওই ছবির মোট বিনিয়োগ ৩৫ কোটি। আয় হয় ৩৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

ওই একই সালে রাজকুমার রাওয়ের বিপরীতে মুক্তি পায় জাজমেন্টাল হো ক্যায়া। ওই ছবির মোট বিনিয়োগ ৩৫ কোটি। আয় হয় ৩৩ কোটি ৯৫ লক্ষ টাকা।

7 / 10
২০২০ সালে মুক্তি পায় 'পাঙ্গা'। ওই ছবির বিনিয়োগ অর্থ ৪৯ কোটি টাকা। আয় হয় ২২ কোটি ৩৬ লক্ষ টাকা।

২০২০ সালে মুক্তি পায় 'পাঙ্গা'। ওই ছবির বিনিয়োগ অর্থ ৪৯ কোটি টাকা। আয় হয় ২২ কোটি ৩৬ লক্ষ টাকা।

8 / 10
জয় ললিতার জীবনী নিয়ে বানানো থালাইভির বাজেট ছিল ৯৩ কোটি। কিন্তু আয়! মাত্র ১ কোটি ৯১ লক্ষ টাকা।

জয় ললিতার জীবনী নিয়ে বানানো থালাইভির বাজেট ছিল ৯৩ কোটি। কিন্তু আয়! মাত্র ১ কোটি ৯১ লক্ষ টাকা।

9 / 10
ধকড় মুক্তি পেয়েছে অর্থাৎ শুক্রবার। কিন্তু বক্স অফিস রিপোর্ট বলছে প্রথম দিনেই ওই ছবির আয় মাত্র ৫০ লক্ষ টাকা। যা দেখে হতাশ কঙ্গনা ভক্তরা। কুইনের হলটা কী? উঠছে নানা প্রশ্নও।

ধকড় মুক্তি পেয়েছে অর্থাৎ শুক্রবার। কিন্তু বক্স অফিস রিপোর্ট বলছে প্রথম দিনেই ওই ছবির আয় মাত্র ৫০ লক্ষ টাকা। যা দেখে হতাশ কঙ্গনা ভক্তরা। কুইনের হলটা কী? উঠছে নানা প্রশ্নও।

10 / 10
Follow Us: