Premier League: কেভিন ডি ব্রুইনের ৪ গোলে ম্যাঞ্চেস্টার সিটির বড় জয়

ইপিএল (EPL) শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে গেল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। বুধবার রাতে উলভসের (Wolves) বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছে ম্যান সিটি। গুয়ার্দিওলার দলের হয়ে একাই ৪ গোল করে তাক লাগিয়ে দেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। সিটির হয়ে আর একটি গোল করেন রহিম স্টার্লিং। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত ম্যান সিটি। উলভসের ঘরের মাঠে ৩ পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকেও ৩ পয়েন্টে এগিয়ে গেল সিটি।

| Edited By: | Updated on: May 12, 2022 | 10:20 AM
উলভসের ঘরের মাঠে ম্যাচের ৭ মিনিটের মাথায় বের্নান্ডো সিলভার পাস থেকে সিটির হয়ে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ব্রুইন। ৭মিনিটের পর ১৬ ও ২৪ মিনিটের মাথায় পর পর দুই গোল ব্রুইনের।

উলভসের ঘরের মাঠে ম্যাচের ৭ মিনিটের মাথায় বের্নান্ডো সিলভার পাস থেকে সিটির হয়ে প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন (Kevin de Bruyne)। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ব্রুইন। ৭মিনিটের পর ১৬ ও ২৪ মিনিটের মাথায় পর পর দুই গোল ব্রুইনের।

1 / 5
১-০ গোলে পিছিয়ে থেকে ১১ মিনিটের মাথায় উলভসের হয়ে নেটোর পাস থেকে গোল শোধ করেন ডেনডোনকের (Dendoncker)।

১-০ গোলে পিছিয়ে থেকে ১১ মিনিটের মাথায় উলভসের হয়ে নেটোর পাস থেকে গোল শোধ করেন ডেনডোনকের (Dendoncker)।

2 / 5
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাচের পঞ্চম ও নিজের চতুর্থ গোলটি করেন সিটির ডি ব্রুইন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাচের পঞ্চম ও নিজের চতুর্থ গোলটি করেন সিটির ডি ব্রুইন।

3 / 5
ম্যাচের ৮৪ মিনিটের মাথায় সিটির হয়ে পঞ্চম গোলটি করেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

ম্যাচের ৮৪ মিনিটের মাথায় সিটির হয়ে পঞ্চম গোলটি করেন রহিম স্টার্লিং (Raheem Sterling)।

4 / 5
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত ম্যান সিটি। উলভসের ঘরের মাঠে ৩ পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকেও ৩ পয়েন্টে এগিয়ে গেল সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত ম্যান সিটি। উলভসের ঘরের মাঠে ৩ পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকেও ৩ পয়েন্টে এগিয়ে গেল সিটি।

5 / 5
Follow Us: