মাঠে নামার ১৩৬ সেকেন্ডের মধ্যে গোল মেসির,জয় বার্সার

লা লিগায় (La Liga) মেসি ম্যাজিক। রিয়াল বেতিসের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে নামার ১৩৬ সেকেন্ডের মধ্যেই গোল পেলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। মেসির গোলেই সমতা ফেরায় বার্সা। পিছিয়ে পরেও রিয়াল বেতিসকে (Real Betis)৩-২ গোলে হারাল রোনাল্ড কোম্যানের দল।

| Edited By: | Updated on: Feb 08, 2021 | 1:17 PM
ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল বেটিসের বোর্জার। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল বেটিসের বোর্জার। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

1 / 6
পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ৫৯ মিনিটে বার্সাকে সমতায় ফেরান মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ৫৯ মিনিটে বার্সাকে সমতায় ফেরান মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

2 / 6
৬৮ মিনিটে ভিক্টরের আত্মঘাতী গোল এগিয়ে যায় বার্সা। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

৬৮ মিনিটে ভিক্টরের আত্মঘাতী গোল এগিয়ে যায় বার্সা। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

3 / 6
 ৭৫ মিনিটে বেতিসকে সমতায় ফেরান সেই ভিক্টরই। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

৭৫ মিনিটে বেতিসকে সমতায় ফেরান সেই ভিক্টরই। (সৌজন্যে-রিয়াল বেতিস টুইটার)

4 / 6
ম্যাচের ৮৭ মিনিটে বার্সাকে দুরন্ত জয় এনে দেন পর্তুগিজ উইঙ্গার ফ্রানসিস্কো । (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

ম্যাচের ৮৭ মিনিটে বার্সাকে দুরন্ত জয় এনে দেন পর্তুগিজ উইঙ্গার ফ্রানসিস্কো । (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

5 / 6
২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ২ নম্বরে রোনাল্ড কোমানের দল।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ২ নম্বরে রোনাল্ড কোমানের দল।(সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

6 / 6
Follow Us: