তুষারঝড়ের মধ্যেও রিয়াল-ওসাসুনা ম্যাচ, ক্ষুব্ধ জিদান

এভাবে ফুটবল ম্যাচ হতে পারে না। ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তুষারঝড়ের মধ্যে কেন খেলা হল? প্রশ্ন তুলছেন রিয়াল ম্যানেজার। শনিবার লা লিগায় (La Liga ) প্রতিকূল পরিস্থিতির মধ্যে খেলা হল ওসাসুনা ও রিয়াল মাদ্রিদের। ম্যাচ গোলশূন্য ড্র।

| Updated on: Jan 10, 2021 | 4:06 PM
বারবার বরফ সরিয়ে মাঠকে খেলার উপযুক্ত করার চেষ্টা করে গেলেন মাঠকর্মীরা।

বারবার বরফ সরিয়ে মাঠকে খেলার উপযুক্ত করার চেষ্টা করে গেলেন মাঠকর্মীরা।

1 / 6
৫০ জন মাঠকর্মীর অক্লান্ত পরিশ্রম কাজে এল না প্রকৃতির সামনে।

৫০ জন মাঠকর্মীর অক্লান্ত পরিশ্রম কাজে এল না প্রকৃতির সামনে।

2 / 6
প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হল খেলা।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেই হল খেলা।

3 / 6
এমন অবস্থায় ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রিয়াল কোচ জিদান।

এমন অবস্থায় ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রিয়াল কোচ জিদান।

4 / 6
রিয়াল কোচ বলছেন, অতিরিক্ত তুষারপাতের পরও রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েই মাঠে নামে দুই দল।

রিয়াল কোচ বলছেন, অতিরিক্ত তুষারপাতের পরও রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েই মাঠে নামে দুই দল।

5 / 6
ওসাসুনের সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল জিদানের দল। (ছবি-টুইটার)

ওসাসুনের সঙ্গে ড্র করে লিগ শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল জিদানের দল। (ছবি-টুইটার)

6 / 6
Follow Us: