Laal Singh Chadda: আমিরের অন্যান্য ছবির তুলনায় সবচেয়ে খারাপ ফল ‘লাল সিং চাড্ডা’র, দুশ্চিন্তায় রাতে ঘুমতে পারছেন না মিস্টার পারফেকশনিস্ট…

Aamir Khan: ১৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'লাল সিং চাড্ডা'। ছবিটি মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবসের আগে, ১১ অক্টোবর। কিন্তু এই ছবিকে ঘিরেই আমিরের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

| Edited By: | Updated on: Aug 12, 2022 | 1:22 PM
১৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'লাল সিং চাড্ডা'। ছবিটি মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবসের আগে, ১১ অক্টোবর। কিন্তু এই ছবিকে ঘিরেই আমিরের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

১৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে আমির খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'লাল সিং চাড্ডা'। ছবিটি মুক্তি পেয়েছে স্বাধীনতা দিবসের আগে, ১১ অক্টোবর। কিন্তু এই ছবিকে ঘিরেই আমিরের কপালে দুশ্চিন্তার ভাঁজ।

1 / 6
আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খান- সোশ্যাল মিডিয়ায় খুব কম সক্রিয় আমির খান। তবে টুইটে কখনও থাকেন কখনও থাকেন না। একবার টুইট থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকতেই পছন্দ করেন মিস্টার পারফেকশনিস্ট।

2 / 6
তাই আমির খান ছোটদের তালিকা থেকে কখনই বাদ রাখতে পছন্দ করেন না। বরং ভাল ছবি তৈরি করার ইচ্ছেই রয়েছে তাঁর। বর্তমানে মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা ছবি। বক্স অফিসে যা খুব ভাল শুরু করল না।

তাই আমির খান ছোটদের তালিকা থেকে কখনই বাদ রাখতে পছন্দ করেন না। বরং ভাল ছবি তৈরি করার ইচ্ছেই রয়েছে তাঁর। বর্তমানে মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা ছবি। বক্স অফিসে যা খুব ভাল শুরু করল না।

3 / 6
তবে প্রথমদিন সেভাবে হল ভরেনি। মাত্র ১২-২০ শতাংশ দর্শক হলে গিয়েছেন ছবি দেখতে।

তবে প্রথমদিন সেভাবে হল ভরেনি। মাত্র ১২-২০ শতাংশ দর্শক হলে গিয়েছেন ছবি দেখতে।

4 / 6
কেবল তাই নয়, আইএমডিবিতে আমির অভিনীত ছবির তালিকায় সবচেয়ে নীচে আছে 'লাল সিং চাড্ডা'।

কেবল তাই নয়, আইএমডিবিতে আমির অভিনীত ছবির তালিকায় সবচেয়ে নীচে আছে 'লাল সিং চাড্ডা'।

5 / 6
এর জন্য কি 'বয়কট বলিউড' গ্যাং দায়ী? নাকি অন্য কারণ রয়েছে। যাই হোক, চিন্তায় আছেন নির্মাতারা। আগামীর অপেক্ষায় আছেন তাঁরা।

এর জন্য কি 'বয়কট বলিউড' গ্যাং দায়ী? নাকি অন্য কারণ রয়েছে। যাই হোক, চিন্তায় আছেন নির্মাতারা। আগামীর অপেক্ষায় আছেন তাঁরা।

6 / 6
Follow Us: