Maria Sharapova: গর্ভে গিলকেসের সন্তান, চুটিয়ে সময়টাকে উপভোগ করছেন মাশা

গত এপ্রিলে ৩৫তম জন্মদিনে অনুরাগীদের সুখবর দিয়েছেন মারিয়া শারাপোভা। বয়ফ্রেন্ড আলেকজান্ডার গিলকেসের সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে গিলকেসের সঙ্গে বাগদান সারেন। খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন মাশা-গিলকেস।

Jul 05, 2022 | 8:30 AM
TV9 Bangla Digital

| Edited By: Tithimala Maji

Jul 05, 2022 | 8:30 AM

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে চলছে টেনিসের উৎসব। সারা বিশ্বের টেনিসপ্রেমীদের চোখ সেদিকেই। তবে এসব থেকে এখন অনেক দূরে মারিয়া শারাপোভা। (ছবি: ইনস্টাগ্রাম)

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টে চলছে টেনিসের উৎসব। সারা বিশ্বের টেনিসপ্রেমীদের চোখ সেদিকেই। তবে এসব থেকে এখন অনেক দূরে মারিয়া শারাপোভা। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 5
প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন রুশ টেনিস সুন্দরী। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে সন্তানের জন্ম দেবেন 35 বছরের মাশা। (ছবি: ইনস্টাগ্রাম)

প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন রুশ টেনিস সুন্দরী। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে সন্তানের জন্ম দেবেন 35 বছরের মাশা। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 5
২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিসকে বিদায় জানান মাশা। এবং ওই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ধনকুবের আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে নেন। (ছবি: ইনস্টাগ্রাম)

২০২০ সালের ফেব্রুয়ারিতে টেনিসকে বিদায় জানান মাশা। এবং ওই বছরই ডিসেম্বরে ব্রিটিশ ধনকুবের আলেকজান্ডার গিলকেসের সঙ্গে বাগদান সেরে নেন। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 5
৫ বারের গ্র্যান্ড স্লামজয়ী ইনস্টাগ্রামে প্রায়ই ছবি, রিলস আপলোড করেন। সেসব দেখেই বোঝা যায়, গর্ভাবস্থার সময়টাকে দারুণ উপভোগ করছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

৫ বারের গ্র্যান্ড স্লামজয়ী ইনস্টাগ্রামে প্রায়ই ছবি, রিলস আপলোড করেন। সেসব দেখেই বোঝা যায়, গর্ভাবস্থার সময়টাকে দারুণ উপভোগ করছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 5
টেনিস কোর্টকে ভীষণ মিস করেন শারাপোভা। উইম্বলডন শুরুর দিন ২০০৫ সালের একটি ছবি শেয়ার করেন প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা। ছবি দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। (ছবি: ইনস্টাগ্রাম)

টেনিস কোর্টকে ভীষণ মিস করেন শারাপোভা। উইম্বলডন শুরুর দিন ২০০৫ সালের একটি ছবি শেয়ার করেন প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা। ছবি দেখে নস্ট্যালজিক হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla