Premier League: লজ্জার নজির ব্লুজদের, দু’দশক পর লিডসের কাছে হার চেলসির

লিডস ইউনাইটেডের ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ ব্যবধানে হারল চেলসি। ২০ বছর পর ব্লুজদের হারাল লিডস। প্রথমার্ধেই ২-০ পিছিয়ে পড়ে তুচেলের দল। শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালিদু কৌলিবেলি। এবং শেষ অবধি ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে চেলসি।

| Edited By: | Updated on: Aug 22, 2022 | 8:00 AM
লিডসের (Leeds United) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ ব্যবধানে হারল চেলসি (Chelsea)। ২০ বছর পর ব্লুজদের হারাল লিডস। ২০০২ সালের পর থেকে চেলসিকে হারাতে পারেনি লিডস। তবে রবিরাতে ম্যাচের প্রথমার্ধেই ২-০ পিছিয়ে পড়ে তুচেলের দল। শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালিদু কৌলিবেলি। এবং শেষ অবধি ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে চেলসি। (ছবি-চেলসি টুইটার)

লিডসের (Leeds United) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ ব্যবধানে হারল চেলসি (Chelsea)। ২০ বছর পর ব্লুজদের হারাল লিডস। ২০০২ সালের পর থেকে চেলসিকে হারাতে পারেনি লিডস। তবে রবিরাতে ম্যাচের প্রথমার্ধেই ২-০ পিছিয়ে পড়ে তুচেলের দল। শেষের দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালিদু কৌলিবেলি। এবং শেষ অবধি ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে চেলসি। (ছবি-চেলসি টুইটার)

1 / 5
ম্যাচের ৩৩ মিনিটের মাথায় প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন ব্রেন্ডান আরোনসেন (Brendan Aaronsen)। গোলকিপার এডুয়ার্ড মেন্ডির ভুলের কারণেই লিডস এগিয়ে যায়। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

ম্যাচের ৩৩ মিনিটের মাথায় প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন ব্রেন্ডান আরোনসেন (Brendan Aaronsen)। গোলকিপার এডুয়ার্ড মেন্ডির ভুলের কারণেই লিডস এগিয়ে যায়। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

2 / 5
৩৭ মিনিটের মাথায় জ্যাক হ্যারিসনের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন রদ্রিগো (Rodrigo)। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

৩৭ মিনিটের মাথায় জ্যাক হ্যারিসনের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-০ করেন রদ্রিগো (Rodrigo)। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

3 / 5
দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের মাথায় ফের গোলদর্শন হয় লিডসের। এ বার রদ্রিগোর পাস থেকে বল জালে জড়ান জ্যাক হ্যারিসন (Jack Harrison)। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটের মাথায় ফের গোলদর্শন হয় লিডসের। এ বার রদ্রিগোর পাস থেকে বল জালে জড়ান জ্যাক হ্যারিসন (Jack Harrison)। (ছবি-লিডস ইউনাইটেড টুইটার)

4 / 5
ম্যাচের ৮৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালিদু কৌলিবেলি (Koulibaly)। শেষ অবধি কোনও গোল করতে পারেনি ব্লুজরা। এখনও অবধি এ বারের ইপিএলের ৩টি ম্যাচে খেলে ১টি জয়, ১টি ড্র ও ১টিতে হেরে ৪ পয়েন্ট অর্জন করেছে থমাস তুচেলের দল। (ছবি-টুইটার)

ম্যাচের ৮৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালিদু কৌলিবেলি (Koulibaly)। শেষ অবধি কোনও গোল করতে পারেনি ব্লুজরা। এখনও অবধি এ বারের ইপিএলের ৩টি ম্যাচে খেলে ১টি জয়, ১টি ড্র ও ১টিতে হেরে ৪ পয়েন্ট অর্জন করেছে থমাস তুচেলের দল। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: