Praggnanandhaa: চৌষট্টি খোপেই জীবন, সাদা তিলক কাটা দাবা-র জগতের কঠোর তপস্বী প্রজ্ঞা

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Aug 24, 2022 | 12:03 PM

রোগাসোগা চেহারা, কপালে সাদা তিলক আর মাথায় ঘুরছে দাবার চালে প্রতিপক্ষকে মাত দেওয়ার প্যাঁচ। দেখলে বোঝার জো নেই, এই ছেলেই বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে একাধিকবার।

Aug 24, 2022 | 12:03 PM
রোগাসোগা চেহারা, কপালে সাদা তিলক আর মাথায় ঘুরছে দাবার চালে প্রতিপক্ষকে মাত দেওয়ার প্যাঁচ। দেখলে বোঝার জো নেই, এই ছেলেই বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে একাধিকবার। (ছবি:টুইটার)

রোগাসোগা চেহারা, কপালে সাদা তিলক আর মাথায় ঘুরছে দাবার চালে প্রতিপক্ষকে মাত দেওয়ার প্যাঁচ। দেখলে বোঝার জো নেই, এই ছেলেই বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে একাধিকবার। (ছবি:টুইটার)

1 / 6
চলতি বছরের শুরুতেই কার্লসেনকে হারিয়ে হইচই ফেলে দেয় তামিলনাড়ু বিস্ময় কিশোর রমেশবাবু প্রজ্ঞানন্দ। সম্প্রতি এফটিএক্স ক্রিপ্টো কাপেও দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে ঘোল খাইয়েছে সে। (ছবি:টুইটার)

চলতি বছরের শুরুতেই কার্লসেনকে হারিয়ে হইচই ফেলে দেয় তামিলনাড়ু বিস্ময় কিশোর রমেশবাবু প্রজ্ঞানন্দ। সম্প্রতি এফটিএক্স ক্রিপ্টো কাপেও দাবার বিশ্ব চ্যাম্পিয়নকে ঘোল খাইয়েছে সে। (ছবি:টুইটার)

2 / 6
২০০৫ সালের ১০ অগাস্ট জন্ম ১৭ বছরের প্রজ্ঞানন্দকে দাবা-র জগতের তপস্বী বলা যেতে পারে। চৌষট্টি খোপ তার জীবন। দাবা ছাড়া অন্য কোনও বিষয়ে কথা বলতে পছন্দ করে না প্রজ্ঞা। (ছবি:টুইটার)

২০০৫ সালের ১০ অগাস্ট জন্ম ১৭ বছরের প্রজ্ঞানন্দকে দাবা-র জগতের তপস্বী বলা যেতে পারে। চৌষট্টি খোপ তার জীবন। দাবা ছাড়া অন্য কোনও বিষয়ে কথা বলতে পছন্দ করে না প্রজ্ঞা। (ছবি:টুইটার)

3 / 6
দাবার টেবিলে বসার আগে কপালে তিলক কেটে বসে প্রজ্ঞানন্দ। বিস্ময় কিশোরের মা নাগালক্ষ্মী জানিয়েছেন, প্রজ্ঞার পছন্দের দেবদেবী নেই। তবে দাবা-র প্রথম চালের আগে প্রার্থনা অবশ্যই করে। (ছবি:টুইটার)

দাবার টেবিলে বসার আগে কপালে তিলক কেটে বসে প্রজ্ঞানন্দ। বিস্ময় কিশোরের মা নাগালক্ষ্মী জানিয়েছেন, প্রজ্ঞার পছন্দের দেবদেবী নেই। তবে দাবা-র প্রথম চালের আগে প্রার্থনা অবশ্যই করে। (ছবি:টুইটার)

4 / 6
দিদি বৈশালীও একজন গ্র্যান্ডমাস্টার। ভাইবোনে মিলে রোজ পাঁচ, ছয় ঘণ্টা ধরে দাবা অনুশীলন করে। পাশাপাশি অনলাইনে দাবা ক্লাসেও অংশ নেয় জায়ান্ট কিলার ভারতীয় দাবাড়ু। কার্টুন দেখার নেশা কমাতে মেয়ের হাতে দাবার বোর্ড তুলে দিয়েছিলেন নাগালক্ষ্মী। দিদিকে দেখে দাবা-র প্রতি আকর্ষণ জন্মায় প্রজ্ঞার। দাবার খুঁটিনাটি শিখেছিলেন আর বি রমেশের থেকে। (ছবি:টুইটার)

দিদি বৈশালীও একজন গ্র্যান্ডমাস্টার। ভাইবোনে মিলে রোজ পাঁচ, ছয় ঘণ্টা ধরে দাবা অনুশীলন করে। পাশাপাশি অনলাইনে দাবা ক্লাসেও অংশ নেয় জায়ান্ট কিলার ভারতীয় দাবাড়ু। কার্টুন দেখার নেশা কমাতে মেয়ের হাতে দাবার বোর্ড তুলে দিয়েছিলেন নাগালক্ষ্মী। দিদিকে দেখে দাবা-র প্রতি আকর্ষণ জন্মায় প্রজ্ঞার। দাবার খুঁটিনাটি শিখেছিলেন আর বি রমেশের থেকে। (ছবি:টুইটার)

5 / 6
বৈশালী বা প্রজ্ঞা এখন টিভির দিকে তাকিয়েও দেখে না। পছন্দের খাবার, সিনেমা বা নায়ক-নায়িকা নেই। অনলাইনে পিৎজা, পাস্তা অর্ডার করে খেতে পছন্দ করে না। কখনও সখনও ক্রিকেট ম্যাচ চললে টিভির সামনে বসে পড়ে প্রজ্ঞা। (ছবি:টুইটার)

বৈশালী বা প্রজ্ঞা এখন টিভির দিকে তাকিয়েও দেখে না। পছন্দের খাবার, সিনেমা বা নায়ক-নায়িকা নেই। অনলাইনে পিৎজা, পাস্তা অর্ডার করে খেতে পছন্দ করে না। কখনও সখনও ক্রিকেট ম্যাচ চললে টিভির সামনে বসে পড়ে প্রজ্ঞা। (ছবি:টুইটার)

6 / 6

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla