Qatar World Cup 2022: ফুটবল উৎসবে জমিয়ে পেটপুজো, দোহায় ফ্রায়েড চিকেন কিনতে লম্বা লাইন

উৎসব মানেই পেটপুজো। সুস্বাদু, জিভে জল আনা খাবার ছাড়া আবার উৎসব কীসের? ফুটবল উৎসবকেও এর বাইরে রাখা যায় না। ফুটবলের উত্তাপ গায়ে মেখে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৌদি আরবের ফ্রায়েড চিকেন টানছে ফুটবলপ্রেমীদের।(ছবি:টুইটার)

| Edited By: | Updated on: Nov 19, 2022 | 5:32 PM
 উৎসব মানেই পেটপুজো। সুস্বাদু, জিভে জল আনা খাবার ছাড়া আবার উৎসব কীসের? ফুটবল উৎসবকেও এর বাইরে রাখা যায় না। ফুটবলের উত্তাপ গায়ে মেখে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৌদি আরবের ফ্রায়েড চিকেন টানছে ফুটবলপ্রেমীদের।(ছবি:টুইটার)

উৎসব মানেই পেটপুজো। সুস্বাদু, জিভে জল আনা খাবার ছাড়া আবার উৎসব কীসের? ফুটবল উৎসবকেও এর বাইরে রাখা যায় না। ফুটবলের উত্তাপ গায়ে মেখে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সৌদি আরবের ফ্রায়েড চিকেন টানছে ফুটবলপ্রেমীদের।(ছবি:টুইটার)

1 / 5
দোহার মেসিলিয়া মেট্রো স্টেশনের বাইরের চিত্র। সৌদি আরবের এক বিখ্যাত ফাস্ট ফুড সংস্থা বিশ্বকাপ উপলক্ষে চারটি ফুড ট্রাক বসিয়েছে। তারই সামনে কাতারে কাতারে ভিড়।(ছবি:টুইটার)

দোহার মেসিলিয়া মেট্রো স্টেশনের বাইরের চিত্র। সৌদি আরবের এক বিখ্যাত ফাস্ট ফুড সংস্থা বিশ্বকাপ উপলক্ষে চারটি ফুড ট্রাক বসিয়েছে। তারই সামনে কাতারে কাতারে ভিড়।(ছবি:টুইটার)

2 / 5
সুস্বাদু ফ্রায়েড চিকেন খাওয়ার জন্য সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা সার সার লাইন দিয়ে দাঁড়িয়ে। কাউন্টারে অর্ডার দেওয়ার লাইন আলাদা। খাবার নেওয়ার আলাদা লাইন। অর্ডার দিতে লেগে যাচ্ছে ২০ মিনিট। এরপর খাবারের জন্য হা পিত্যেশ করে দাঁড়িয়ে থাকা। পাক্কা আধঘণ্টা পর মিলছে খাবার। (ছবি:টুইটার)

সুস্বাদু ফ্রায়েড চিকেন খাওয়ার জন্য সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা সার সার লাইন দিয়ে দাঁড়িয়ে। কাউন্টারে অর্ডার দেওয়ার লাইন আলাদা। খাবার নেওয়ার আলাদা লাইন। অর্ডার দিতে লেগে যাচ্ছে ২০ মিনিট। এরপর খাবারের জন্য হা পিত্যেশ করে দাঁড়িয়ে থাকা। পাক্কা আধঘণ্টা পর মিলছে খাবার। (ছবি:টুইটার)

3 / 5
উৎসবের মেজাজে থাকা কাতারের সেটুকুও গায়ে লাগছে না। কাতারে আগত অতিথি থেকে স্থানীয়রা গান গাইছেন, নিজ দেশের পতাকা ওড়াচ্ছেন আর সুস্বাদু খাবার চেখে ফুটবলের সবচেয়ে বড় উৎসবের আঁচ নিয়ে পথে বেরিয়ে পড়েছেন।(ছবি:টুইটার)

উৎসবের মেজাজে থাকা কাতারের সেটুকুও গায়ে লাগছে না। কাতারে আগত অতিথি থেকে স্থানীয়রা গান গাইছেন, নিজ দেশের পতাকা ওড়াচ্ছেন আর সুস্বাদু খাবার চেখে ফুটবলের সবচেয়ে বড় উৎসবের আঁচ নিয়ে পথে বেরিয়ে পড়েছেন।(ছবি:টুইটার)

4 / 5
ফুটবলের বাইরেও অনেক সাংস্কৃতিক উৎসব, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাতারে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য কোনও কসুর রাখছে না বিত্তশালী দেশটি। (ছবি:টুইটার)

ফুটবলের বাইরেও অনেক সাংস্কৃতিক উৎসব, প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কাতারে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য কোনও কসুর রাখছে না বিত্তশালী দেশটি। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: