Premier League: রাশফোর্ডের শেষ বেলার গোলে জিতে চারে পৌঁছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের (West Ham United) মুখে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। গোলশূন্য ড্র দিয়ে শেষ হতে চলা ম্যাচে, শেষ বেলায় এডিনসন কাভানির পাশ থেকে মার্কাস রাশফোর্ড গোল করেন। এবং এই জয়ের সুবাদে ইপিএলের (EPL) লিগ টেবলের চার নম্বরে পৌঁছে গেল ম্যান ইউ।

| Edited By: | Updated on: Jan 23, 2022 | 10:50 AM
প্রথমার্ধে ম্যান ইউ সুযোগ পেলেও, কাজে লাগাতে ব্যর্থ হয়। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

প্রথমার্ধে ম্যান ইউ সুযোগ পেলেও, কাজে লাগাতে ব্যর্থ হয়। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

1 / 4
এ দিনের ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং ৯০ মিনিট অবধি দুই দলের তরফ থেকেই কোনও গোলেরও দেখা মেলেনি।(ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

এ দিনের ম্যাচে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং ৯০ মিনিট অবধি দুই দলের তরফ থেকেই কোনও গোলেরও দেখা মেলেনি।(ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 4
ম্য়াচের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিটে) এডিনসন কাভানির পাশ থেকে একমাত্র গোলটি করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড।(ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্য়াচের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিটে) এডিনসন কাভানির পাশ থেকে একমাত্র গোলটি করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড।(ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 4
ওয়েস্ট হ্যামকে হারিয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।(ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ওয়েস্ট হ্যামকে হারিয়ে ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে উঠে এল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।(ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 4
Follow Us: