ISL 2021-22: লাল-হলুদের অনুশীলনে ব্রাজিলিয়ান মার্সেলো
আইএসএলে (ISL) সোমবার এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। আজ অনুশীলনে নেমে পড়লেন লাল-হলুদের নবাগত বিদেশি মার্সেলো রিবেইরো (Marcelo Ribeiro)। ব্রাজিলিয়ান মার্সেলোকে পাওয়ায়, পেরোসেভিচের নির্বাসনের মেয়াদ ফুরানোয় প্রায় পুরো দলই হাতে পাচ্ছেন মারিও রিভেরা (Mario Rivera)।
Jan 22, 2022 | 5:31 PM
অনুশীলনে নেমে পড়লেন লাল-হলুদের নবাগত বিদেশি মার্সেলো। (pic courtesy -- SCEB Twitter)
অনুশীলন শুরুর আগে প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের স্মরণে নীরবতা পালন করেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা।(pic courtesy -- SCEB Twitter)
আজ রাতের কোভিড রিপোর্ট নেগেটিভ এলে কাল থেকেই শিবিরে যোগ দিতে পারবেন হীরা মণ্ডল, বিকাশ জাইরুরা।(pic courtesy -- SCEB Twitter)
সোমবার এসসি ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।(pic courtesy -- SCEB Twitter)
নবাগত বিদেশি মার্সেলোকে পাওয়ায়, পেরোসেভিচের নির্বাসনের মেয়াদ ফুরানোয় প্রায় পুরো দলই হাতে পাচ্ছেন মারিও রিভেরা।(pic courtesy -- SCEB Twitter)