Martin Guptil Birthday: ওয়ান ডে-তে ডেবিউ ম্যাচে সেঞ্চুরি করা এই কিউয়ি ক্রিকেটারের আজ জন্মদিন

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপ্টিলের আজ জন্মদিন। ৩৬টা বসন্ত পার করে ফেললেন এই কিউয়ি তারকা। নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার মার্টিন গাপ্টিল দেশের জার্সিতে ওয়ান ডে অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন।

| Edited By: | Updated on: Sep 30, 2022 | 9:30 AM
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপ্টিলের (Martin Guptil) আজ জন্মদিন। ৩৬টা বসন্ত পার করে ফেললেন এই কিউয়ি তারকা। নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার মার্টিন গাপ্টিল দেশের জার্সিতে ওয়ান ডে অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন।

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মার্টিন গাপ্টিলের (Martin Guptil) আজ জন্মদিন। ৩৬টা বসন্ত পার করে ফেললেন এই কিউয়ি তারকা। নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার মার্টিন গাপ্টিল দেশের জার্সিতে ওয়ান ডে অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন।

1 / 5
দেশের জার্সিতে ইতিমধ্যেই তিন ফরম্যাট মিলিয়ে ৩৫০টিরও বেশি ম্যাচে খেলেছেন গাপ্টিল। ৪৭টি টেস্ট, ১৯৮টি ওয়ান ডে এবং ১২১টি টি-টোয়েন্টি ম্যাচে গাপ্টিলের সংগ্রহ যথাক্রমে ২৫৮৬ রান, ৭৩৪৬ রান এবং ৩৪৯৭ রান।

দেশের জার্সিতে ইতিমধ্যেই তিন ফরম্যাট মিলিয়ে ৩৫০টিরও বেশি ম্যাচে খেলেছেন গাপ্টিল। ৪৭টি টেস্ট, ১৯৮টি ওয়ান ডে এবং ১২১টি টি-টোয়েন্টি ম্যাচে গাপ্টিলের সংগ্রহ যথাক্রমে ২৫৮৬ রান, ৭৩৪৬ রান এবং ৩৪৯৭ রান।

2 / 5
২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭  রান করেছিলেন গাপ্টিল। ওয়ান ডে ক্রিকেটে গাপ্টিলের এই ইনিংসটিই ব্যাক্তিগত দ্বিতীয় সর্বাধিক রান।

২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রান করেছিলেন গাপ্টিল। ওয়ান ডে ক্রিকেটে গাপ্টিলের এই ইনিংসটিই ব্যাক্তিগত দ্বিতীয় সর্বাধিক রান।

3 / 5
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন মার্টিন গাপ্টিল (৩৪৯৭)। এই তালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মা (৩৬৯৪)। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৩৬৬৩)।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন মার্টিন গাপ্টিল (৩৪৯৭)। এই তালিকায় শীর্ষে রয়েছেন রোহিত শর্মা (৩৬৯৪)। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি (৩৬৬৩)।

4 / 5
 লরা ম্যাকগোল্ডরিকের সঙ্গে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর মার্টিন গাপ্টিল গাঁটছড়া বাঁধেন। লরা একজন টেলিভিশন উপস্থাপক ও রেডিও জকি।

লরা ম্যাকগোল্ডরিকের সঙ্গে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর মার্টিন গাপ্টিল গাঁটছড়া বাঁধেন। লরা একজন টেলিভিশন উপস্থাপক ও রেডিও জকি।

5 / 5
Follow Us: