UEFA Nations League: ফ্রান্সের মান বাঁচালেন এমবাপ্পে-জিরু

উয়েফা নেশন্স লিগে অবশেষে স্বস্তির জয়। আপাতত অবনমন রুখতে পারলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ 'এ' ১ এর প্রথম চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছিল ফ্রান্স। বাকি দুটি ড্র। এ বারের টুর্নামেন্টে প্রথম জয় অস্ট্রিয়ার বিরুদ্ধে। এমবাপ্পে এবং জিরুর গোলে ২-০ জিতল ফ্রান্স।

| Edited By: | Updated on: Sep 23, 2022 | 8:45 AM
উয়েফা নেশন্স লিগে অবশেষে স্বস্তির জয়। আপাতত অবনমন রুখতে পারলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ 'এ' ১ এর প্রথম চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছিল ফ্রান্স। বাকি দুটি ড্র। (ছবি : টুইটার)

উয়েফা নেশন্স লিগে অবশেষে স্বস্তির জয়। আপাতত অবনমন রুখতে পারলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রুপ 'এ' ১ এর প্রথম চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছিল ফ্রান্স। বাকি দুটি ড্র। (ছবি : টুইটার)

1 / 5
এ বারের টুর্নামেন্টে প্রথম জয় অস্ট্রিয়ার বিরুদ্ধে। এমবাপ্পে এবং জিরুর গোলে ২-০ জিতল ফ্রান্স। প্রথমার্ধ গোলশূন্য থাকে। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করে ইতিহাস গড়েন জিরু। (ছবি : টুইটার)

এ বারের টুর্নামেন্টে প্রথম জয় অস্ট্রিয়ার বিরুদ্ধে। এমবাপ্পে এবং জিরুর গোলে ২-০ জিতল ফ্রান্স। প্রথমার্ধ গোলশূন্য থাকে। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করে ইতিহাস গড়েন জিরু। (ছবি : টুইটার)

2 / 5
প্রথম গোলের হদিশ মিলল ৫৬ মিনিটে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের নায়ক কিলিয়ান এমবাপ্পে গোল করে সমালোচনার জবাব দিলেন। (ছবি : টুইটার)

প্রথম গোলের হদিশ মিলল ৫৬ মিনিটে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের নায়ক কিলিয়ান এমবাপ্পে গোল করে সমালোচনার জবাব দিলেন। (ছবি : টুইটার)

3 / 5
মিডফিল্ডের সুন্দর বোঝাপড়া। বল পান অলিভিয়ের জিরু। অস্ট্রিয়ার ডিফেন্স চিরে পাস বাড়ান পিএসজি তারকা এমবাপ্পের দিকে। অনবদ্য শটে গোল এমবাপ্পের। (ছবি : টুইটার)

মিডফিল্ডের সুন্দর বোঝাপড়া। বল পান অলিভিয়ের জিরু। অস্ট্রিয়ার ডিফেন্স চিরে পাস বাড়ান পিএসজি তারকা এমবাপ্পের দিকে। অনবদ্য শটে গোল এমবাপ্পের। (ছবি : টুইটার)

4 / 5
মাত্র ৯ মিনিটের ব্যবধান। স্কোরলাইন ২-০ করেন প্রথম গোলে অ্যাসিস্ট করা অলিভিয়ের জিরু। শেষ অবধি জয় নিশ্চিত করে তারা। পরের ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে। অবনমন রুখতে জিততে হবে ফ্রান্সকে। (ছবি : টুইটার)

মাত্র ৯ মিনিটের ব্যবধান। স্কোরলাইন ২-০ করেন প্রথম গোলে অ্যাসিস্ট করা অলিভিয়ের জিরু। শেষ অবধি জয় নিশ্চিত করে তারা। পরের ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে। অবনমন রুখতে জিততে হবে ফ্রান্সকে। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: