মহিলাদের জাতীয় একদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিতালি রাজের রেলওয়েজ

রবিবার রাজকোটে মহিলাদের জাতীয় একদিনের (National Women's One Day) টুর্নামেন্টে ঝাড়খণ্ডকে (Jharkhand) ৭ উইকেটে হারাল রেলওয়েজ (Railways)। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঝাড়খণ্ড। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে অল আউট হয়ে ১৬৭ রান তোলে ঝাড়খণ্ড। রান তাড়া করতে নেমে মিতালি রাজরা (Mithali Raj) তিন উইকেট হারিয়ে ১৩ ওভার বাকি থাকতেই জয় ১৬৯ রান তুলে নেয়। রেলওয়েজের বোলারদের দাপুটে বোলিংয়ে কার্যত উড়ে গেল টিম ঝাড়খণ্ড। রেলওয়েজ এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এ বার ছিল এই টুর্নামেন্টের ১৪তম সংস্করণ। এই নিয়ে মোট ১২বার চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়েজ।

| Updated on: Apr 04, 2021 | 8:53 PM
৪৯ বলে ৭৭ রান করে ঝাড়খণ্ডের হয়ে লড়াই করেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইন্দ্রানী রায়।

৪৯ বলে ৭৭ রান করে ঝাড়খণ্ডের হয়ে লড়াই করেন উইকেটকিপার-ব্যাটসম্যান ইন্দ্রানী রায়।

1 / 5
ব্যাটে বলে নজর কাড়া পারফরম্যান্স ছিল রেলওয়েজের স্নেহ রানার।

ব্যাটে বলে নজর কাড়া পারফরম্যান্স ছিল রেলওয়েজের স্নেহ রানার।

2 / 5
ঝাড়খণ্ডের দুর্গকে ছারখার করে দিল স্নেহ রানা, একতা বিস্ত এবং মেঘনা সিংয়ের আগুনে বোলিং।

ঝাড়খণ্ডের দুর্গকে ছারখার করে দিল স্নেহ রানা, একতা বিস্ত এবং মেঘনা সিংয়ের আগুনে বোলিং।

3 / 5
এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রেলওয়েজ।

এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রেলওয়েজ।

4 / 5
এই নিয়ে ১২ বার চ্যাম্পিয়ন হল মিতালি রাজের রেলওয়েজ। (সৌজন্যে-বিসিসিআই ওমেনস টুইটার)

এই নিয়ে ১২ বার চ্যাম্পিয়ন হল মিতালি রাজের রেলওয়েজ। (সৌজন্যে-বিসিসিআই ওমেনস টুইটার)

5 / 5
Follow Us: