রেড কার্পেট হোক বা নয়া লুকে ছন্দে ফিরে ফোটোশুটে তাক লাগানো পোজ, মনামীর দিন দিন রূপ যেন ফেটে পড়ছে।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করতেই তা হয়ে ওঠে ভাইরাল। মনামী ঘুরতে বেশ পছন্দ করেন।
রেয়েছে নিজের একটি এইটিউব চ্যানেলও। সেখানেই একটি ভিডিও শেয়ার করে মনামী জানান, তাঁর পোজও নাকি নজর করে অনেকে।
নিজের হটনেস নিয়ে কোনও সন্দেহ নেই তাঁর, তবে তার জন্য যতই কঠিন ডায়েটে তাঁকে থাকতে হোক না কেন, খেতে কিন্তু বেশ পছন্দ করেন মনামী।
তাই কোথাও গেলে মন ভরে পেটপুজো মাস্ট। পরবর্তীতে যদিও ডায়েটে তা ম্যানেজ করে থাকেন।
তবে টলিপাড়ার এই হটকেক সেলেবের প্রতিটা পোস্টেই এখন লাইকের বন্যা। এক কথায় নজর ফেরানো দায়।