Diamond League 2022: ডায়মন্ড লিগে অভিষেক মুরলী শ্রীশঙ্করের, পারফরম্যান্স…

কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। লং জাম্পে রুপো পেয়েছেন তিনি। কমনওয়েলথ গেমসে পুরুষদের লং জাম্প ইভেন্টে দেশের প্রথম রুপো এনেছেন মুরলী। নজর ছিল অভিষেক ডায়মন্ড লিগের পারফরম্যান্সে...

| Edited By: | Updated on: Aug 11, 2022 | 7:00 AM
মাত্র কয়েক দিনের পার্থক্য। বুধবার ভারতীয় সময় মাঝ রাতে মোনাকো ডায়মন্ড লিগে অংশ নেন মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ফাইনালে ছিলেন মোট ১০ জন প্রতিযোগী।  (ছবি : টুইটার)

মাত্র কয়েক দিনের পার্থক্য। বুধবার ভারতীয় সময় মাঝ রাতে মোনাকো ডায়মন্ড লিগে অংশ নেন মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ফাইনালে ছিলেন মোট ১০ জন প্রতিযোগী। (ছবি : টুইটার)

1 / 5
কমনওয়েলথ গেমসে ৮.০৮ মিটারের লাফে রুপোর পদক পান মুরলী। পুরুষদের লং জাম্পে ( Long Jump) দেশের প্রথম রুপোর পদক। (ছবি : টুইটার)

কমনওয়েলথ গেমসে ৮.০৮ মিটারের লাফে রুপোর পদক পান মুরলী। পুরুষদের লং জাম্পে ( Long Jump) দেশের প্রথম রুপোর পদক। (ছবি : টুইটার)

2 / 5
প্রতিযোগিতা কঠিন হলেও সদ্য বার্মিংহ্যামে রুপো পাওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁর উপর প্রত্যাশা ছিল অনেক বেশি।  (ছবি : পিটিআই)

প্রতিযোগিতা কঠিন হলেও সদ্য বার্মিংহ্যামে রুপো পাওয়ায় স্বাভাবিক ভাবেই তাঁর উপর প্রত্যাশা ছিল অনেক বেশি। (ছবি : পিটিআই)

3 / 5
মোনাকো ডায়মন্ড লিগে (Diamond League) ষষ্ঠ স্থানে শেষ করেন মুরলী। পঞ্চম প্রচেষ্টায় ৭.৯৪ মিটার লাফ মুরলী শ্রীশঙ্করের। আরেকটি প্রচেষ্টা বাকি থাকলেও নামেননি।  (ছবি : পিটিআই)

মোনাকো ডায়মন্ড লিগে (Diamond League) ষষ্ঠ স্থানে শেষ করেন মুরলী। পঞ্চম প্রচেষ্টায় ৭.৯৪ মিটার লাফ মুরলী শ্রীশঙ্করের। আরেকটি প্রচেষ্টা বাকি থাকলেও নামেননি। (ছবি : পিটিআই)

4 / 5
মুরলী শ্রীশঙ্করের ব্যক্তিগত সেরা লাফ ৮.৩৬ মিটার। এটি জাতীয় রেকর্ডও। কমনওয়েলথ গেমসের ক্লান্তিই হোক কিংবা অভিষেকে (Debut) স্নায়ুর চাপ। ব্যক্তিগত পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেননি মুরলী। (ছবি : টুইটার)

মুরলী শ্রীশঙ্করের ব্যক্তিগত সেরা লাফ ৮.৩৬ মিটার। এটি জাতীয় রেকর্ডও। কমনওয়েলথ গেমসের ক্লান্তিই হোক কিংবা অভিষেকে (Debut) স্নায়ুর চাপ। ব্যক্তিগত পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেননি মুরলী। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: