Anindita Chakraborty: বিকিনি পরিহিতা, নবদ্বীপের মুখচোরা অনিন্দিতাই নান্দীকারের ভবিষ্যৎ, বললেন সোহিনী সেনগুপ্ত

Anindita Chakraborty: অনিন্দিতা চক্রবর্তী সম্প্রতি অংশ নিয়েছিলেন স্টেরয়েড ফ্রি বিকিনি মডেল প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় বিকিনি পরেছেন তিনি। নিজের মধ্যে থাকা লাজুক মেয়েটাকে ঘুম পাড়িয়েছিলেন।

| Edited By: | Updated on: May 18, 2022 | 7:15 PM
'নান্দীকার' নাট্যদলের অভিনেত্রী ও নির্দেশক সোহিনী সেনগুপ্ত মনে করেন, তাঁর দলের উত্তরসূরি অনিন্দিতা চক্রবর্তী। তিনি নবদ্বীপের মেয়ে। খুব লাজুক। নান্দীকার নাট্যদলের 'মানুষ' নাটকে নায়িকা তিনিই। সপ্তর্ষি মৌলিকের বিপরীতে অভিনয় করেন। প্রত্যেক সিনে হাততালি তাঁর পুরস্কার।

'নান্দীকার' নাট্যদলের অভিনেত্রী ও নির্দেশক সোহিনী সেনগুপ্ত মনে করেন, তাঁর দলের উত্তরসূরি অনিন্দিতা চক্রবর্তী। তিনি নবদ্বীপের মেয়ে। খুব লাজুক। নান্দীকার নাট্যদলের 'মানুষ' নাটকে নায়িকা তিনিই। সপ্তর্ষি মৌলিকের বিপরীতে অভিনয় করেন। প্রত্যেক সিনে হাততালি তাঁর পুরস্কার।

1 / 6
লাজুক মেয়েটিই দিনের পর-দিন নিজের শরীরটাকে তিলে-তিলে গড়ে তুলেছেন। সম্প্রতি অংশ নিয়েছিলেন স্টেরয়েড ফ্রি বিকিনি মডেল প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় বিকিনি পরেছেন তিনি। নিজের মধ্যে থাকা লাজুক মেয়েটাকে  ঘুম পাড়িয়েছিলেন। সে এক রূপকথার মতো ঘটনা। যেন এক রাজকন্যার জেগে ওঠার মতো বিষয়। অত দর্শকের সামনে বিকিনি পরে নিজেকে মেলে ধরলেন আত্মবিশ্বাসের সঙ্গে। সেই নবদ্বীপের মেয়েটি...

লাজুক মেয়েটিই দিনের পর-দিন নিজের শরীরটাকে তিলে-তিলে গড়ে তুলেছেন। সম্প্রতি অংশ নিয়েছিলেন স্টেরয়েড ফ্রি বিকিনি মডেল প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় বিকিনি পরেছেন তিনি। নিজের মধ্যে থাকা লাজুক মেয়েটাকে ঘুম পাড়িয়েছিলেন। সে এক রূপকথার মতো ঘটনা। যেন এক রাজকন্যার জেগে ওঠার মতো বিষয়। অত দর্শকের সামনে বিকিনি পরে নিজেকে মেলে ধরলেন আত্মবিশ্বাসের সঙ্গে। সেই নবদ্বীপের মেয়েটি...

2 / 6
প্রতিযোগিতায় তিনি পঞ্চম স্থান দখল করেছেন। চেষ্টা আর ইচ্ছা থাকলে কী না করতে পারেন মানুষ। করে দেখালেন অনিন্দিতাও। তাঁর সাফল্যে বেজায় আনন্দিতা ও গর্বিত রুদ্রপ্রসাদ সেনগুপ্ত-স্বাতীলেখা সেনগুপ্তর কন্যা সোহিনী সেনগুপ্ত।

প্রতিযোগিতায় তিনি পঞ্চম স্থান দখল করেছেন। চেষ্টা আর ইচ্ছা থাকলে কী না করতে পারেন মানুষ। করে দেখালেন অনিন্দিতাও। তাঁর সাফল্যে বেজায় আনন্দিতা ও গর্বিত রুদ্রপ্রসাদ সেনগুপ্ত-স্বাতীলেখা সেনগুপ্তর কন্যা সোহিনী সেনগুপ্ত।

3 / 6
নান্দীকারের সদস্যার এই সাফল্যে সোহিনী সেনগুপ্ত TV9 বাংলাকে বলেছেন, "অনিন্দিতা আমাদের গর্ব। নবদ্বীপের একটি লাজুক (সাই) মেয়ে। আমাদের দলের 'মানুষ'-এর প্রত্যেকটা সিনে ও হাততালি পায়। ছোট্টখাট্ট একটা মেয়ে। নিজের দেহ নিয়ে লজ্জা পেত। আমি ওকে বলেছিলাম বডি বিল্ডিং করতে। সপ্তর্ষি (সোহিনীর স্বামী ও নান্দীকারের সদস্য) তো বডি বিল্ডিং করে। সপ্তর্ষিই ওকে অনুপ্রাণিত করল। অনিন্দিতা ওর প্রাণ লড়িয়ে দিয়েছিল।"

নান্দীকারের সদস্যার এই সাফল্যে সোহিনী সেনগুপ্ত TV9 বাংলাকে বলেছেন, "অনিন্দিতা আমাদের গর্ব। নবদ্বীপের একটি লাজুক (সাই) মেয়ে। আমাদের দলের 'মানুষ'-এর প্রত্যেকটা সিনে ও হাততালি পায়। ছোট্টখাট্ট একটা মেয়ে। নিজের দেহ নিয়ে লজ্জা পেত। আমি ওকে বলেছিলাম বডি বিল্ডিং করতে। সপ্তর্ষি (সোহিনীর স্বামী ও নান্দীকারের সদস্য) তো বডি বিল্ডিং করে। সপ্তর্ষিই ওকে অনুপ্রাণিত করল। অনিন্দিতা ওর প্রাণ লড়িয়ে দিয়েছিল।"

4 / 6
সোহিনী আরও বলেন, "বডি বিল্ডিং প্রতিযোগিতায় ও পঞ্চম স্থান দখল করেছে। অনিন্দিতা অসাধারণ মেয়ে।"

সোহিনী আরও বলেন, "বডি বিল্ডিং প্রতিযোগিতায় ও পঞ্চম স্থান দখল করেছে। অনিন্দিতা অসাধারণ মেয়ে।"

5 / 6
সোহিনী জানিয়েছেন, অনিন্দিতা 'নান্দীকার'-এর উত্তরসূরি। সেই ভাবেই দলকে আগামী দিনের জন্য তৈরি করছেন সোহিনী সেনগুপ্ত। বলেছেন, "অনিন্দিতা নান্দীকারের উত্তরসূরি। আমি দলে এমন অনেকজনকে পেয়েছি, যাঁরা অনেক বছর দলটাকে এভাবেই চালিয়ে নিয়ে যেতে পারবে। সপ্তর্ষি, অর্ঘ্য, অনিন্দিতা, অয়ন ও শুভদীপ এবং আরও অনেকেই আছেন, যাঁরা দলটাকে চালিয়ে নিয়ে যাবে আগামীতেও।"

সোহিনী জানিয়েছেন, অনিন্দিতা 'নান্দীকার'-এর উত্তরসূরি। সেই ভাবেই দলকে আগামী দিনের জন্য তৈরি করছেন সোহিনী সেনগুপ্ত। বলেছেন, "অনিন্দিতা নান্দীকারের উত্তরসূরি। আমি দলে এমন অনেকজনকে পেয়েছি, যাঁরা অনেক বছর দলটাকে এভাবেই চালিয়ে নিয়ে যেতে পারবে। সপ্তর্ষি, অর্ঘ্য, অনিন্দিতা, অয়ন ও শুভদীপ এবং আরও অনেকেই আছেন, যাঁরা দলটাকে চালিয়ে নিয়ে যাবে আগামীতেও।"

6 / 6
Follow Us: