Durga Puja 2022: ভুলেও দুর্গাপুজোয় এই ৪ জিনিস নিবেদন করবেন না! এতে ক্রদ্ধ হোন মহিষমর্দিনী

Navratri 2022: বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১ অক্টোবর থেকে শুরু বোধন। মহাষষ্ঠী থেকে দুর্গার আরাধনা শুরু হলেও গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি।

| Edited By: | Updated on: Sep 29, 2022 | 9:43 PM
মহাসপ্তমী- ২ অক্টোবর, রবিবার। ১৫ আশ্বিন রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত থাকবে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয়ে এদিনের পুজো রীতি। সূর্য ওঠার আগে, কলাগাছকে স্নান করানো হয় গঙ্গার জলে। তারপরে কলাবউকে নতুন শাড়ি পরিয়ে সাজানো হয় একেবারে নববধূর সাজে।

মহাসপ্তমী- ২ অক্টোবর, রবিবার। ১৫ আশ্বিন রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত থাকবে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয়ে এদিনের পুজো রীতি। সূর্য ওঠার আগে, কলাগাছকে স্নান করানো হয় গঙ্গার জলে। তারপরে কলাবউকে নতুন শাড়ি পরিয়ে সাজানো হয় একেবারে নববধূর সাজে।

1 / 7
দেবীপক্ষে মহিষমর্দিনীকে তুষ্ট করতে কী নিবেদন করবেন এবং কী দেবেন না তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। তবে শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে, যা অর্পণ করলে দেবী দুর্গার অশুভ প্রভাব পড়তে পারে।

দেবীপক্ষে মহিষমর্দিনীকে তুষ্ট করতে কী নিবেদন করবেন এবং কী দেবেন না তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছে। তবে শাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে, যা অর্পণ করলে দেবী দুর্গার অশুভ প্রভাব পড়তে পারে।

2 / 7
নবরাত্রির ৯ দিনে দুর্গার নয়টি রূপের পূজা করার বিধান রয়েছে। দুর্গার প্রতিটি রূপকে বিভিন্ন রঙের ফুল নিবেদন করা হয়। এই সময় দুর্গাকে সর্বদা তাজা, সুগন্ধি ও লাল ফুল নিবেদন করা উচিত। বাসি ফুল কখনওই অর্পন করবেন না। তাতে দশভুজা অত্যন্ত রেগে যান ও তার যার জেরে পরিবারে শুরু হয় সমস্যা।

নবরাত্রির ৯ দিনে দুর্গার নয়টি রূপের পূজা করার বিধান রয়েছে। দুর্গার প্রতিটি রূপকে বিভিন্ন রঙের ফুল নিবেদন করা হয়। এই সময় দুর্গাকে সর্বদা তাজা, সুগন্ধি ও লাল ফুল নিবেদন করা উচিত। বাসি ফুল কখনওই অর্পন করবেন না। তাতে দশভুজা অত্যন্ত রেগে যান ও তার যার জেরে পরিবারে শুরু হয় সমস্যা।

3 / 7
নবরাত্রির পুজোয় লাল রঙের ফুল ব্যবহার করা হয়। এই সময় ভুল করেও দুর্গাকে ধতুরা, হরিঙ্গর, বেল ইত্যাদি ফুল অর্পণ করা উচিত নয়। এতে করে দুর্গার বিরক্তি ও রাগের রোষে পড়তে হতে পারে।

নবরাত্রির পুজোয় লাল রঙের ফুল ব্যবহার করা হয়। এই সময় ভুল করেও দুর্গাকে ধতুরা, হরিঙ্গর, বেল ইত্যাদি ফুল অর্পণ করা উচিত নয়। এতে করে দুর্গার বিরক্তি ও রাগের রোষে পড়তে হতে পারে।

4 / 7
পূজায় অক্ষতের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে অক্ষত ছাড়া কোনও পূজা বা আচার সম্পূর্ণ হয় না। এই কারণেই পূজায় অক্ষতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নবরাত্রির সময় দেবী দুর্গাকে অক্ষত নিবেদন করার সময়, বিশেষ যত্ন নিন যাতে তা ভেঙে না যায়। তবে দেবীকে অক্ষত নিবেদনের আগে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে।

পূজায় অক্ষতের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে অক্ষত ছাড়া কোনও পূজা বা আচার সম্পূর্ণ হয় না। এই কারণেই পূজায় অক্ষতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নবরাত্রির সময় দেবী দুর্গাকে অক্ষত নিবেদন করার সময়, বিশেষ যত্ন নিন যাতে তা ভেঙে না যায়। তবে দেবীকে অক্ষত নিবেদনের আগে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করতে হবে।

5 / 7
দেবীপক্ষে দেবীর আরাধনায় তার প্রিয় জিনিসই নিবেদন করা হয়। এমন পরিস্থিতিতে প্রতিদিন সাত্ত্বিক জিনিস নিবেদন করুন।

দেবীপক্ষে দেবীর আরাধনায় তার প্রিয় জিনিসই নিবেদন করা হয়। এমন পরিস্থিতিতে প্রতিদিন সাত্ত্বিক জিনিস নিবেদন করুন।

6 / 7
ভোগের জিনিসগুলি পেঁয়াজ এবং রসুনের সংস্পর্শে আসতে না দেওয়াই ভাল। দুর্গাকে ঘরে তৈরি দুধের মিষ্টি নিবেদন করার চেষ্টা করুন।

ভোগের জিনিসগুলি পেঁয়াজ এবং রসুনের সংস্পর্শে আসতে না দেওয়াই ভাল। দুর্গাকে ঘরে তৈরি দুধের মিষ্টি নিবেদন করার চেষ্টা করুন।

7 / 7
Follow Us: