Children: এই বছর প্রথম শপিংমলে ওদের পুজোর শপিং! পাশে পরশ

শহরের মধ্যে থেকেও সভ্য সমাজ থেকে অনেকটা দূরেই বাস করে ওরা। প্রত্যেক বছর পুজোয় যে সব সময় ওরা নতুন জামা পায়, তাও হয়তো নয়। শপিং মলে যাওয়া তো অনেক দূরের বিষয়। কিন্তু এই বছর ওদের মুখে হাসি ফোটাল পরশ।

1/6
ওরা কোনদিনও শপিংমলে যায়নি। কেনাকাটা তো দূরের কথা। এই প্রথমবার শপিংমলে ওদের পুজোর শপিং।
ওরা কোনদিনও শপিংমলে যায়নি। কেনাকাটা তো দূরের কথা। এই প্রথমবার শপিংমলে ওদের পুজোর শপিং।
2/6
ওদের পরিচয় শহরের আদিবাসী ছেলেমেয়ে। মধ্যমগ্রামে একটি বস্তিতে থাকে।
ওদের পরিচয় শহরের আদিবাসী ছেলেমেয়ে। মধ্যমগ্রামে একটি বস্তিতে থাকে।
3/6
" গোলাপি রং টা আমার খুব প্রিয়। " "আমার জামায় মুক্তোর সেটিং"। যে যার নিজের পছন্দের নিজের সাইজের পোশাক কিনলো ওরা।
" গোলাপি রং টা আমার খুব প্রিয়। " "আমার জামায় মুক্তোর সেটিং"। যে যার নিজের পছন্দের নিজের সাইজের পোশাক কিনলো ওরা।
4/6
ছোট বড় সবাই মিলে পরশ নামের সংগঠন। পরশের সবাই মিলে ওদের একটু আনন্দ স্পর্শ দেওয়া গেল।
ছোট বড় সবাই মিলে পরশ নামের সংগঠন। পরশের সবাই মিলে ওদের একটু আনন্দ স্পর্শ দেওয়া গেল।
5/6
মলে সেদিন শুধুই ওদের ভিড়। অবাক দৃষ্টি এদিক ওদিক। ছোট হাতের স্পর্শ নতুন জামায়।
মলে সেদিন শুধুই ওদের ভিড়। অবাক দৃষ্টি এদিক ওদিক। ছোট হাতের স্পর্শ নতুন জামায়।
6/6
মধ্যমগ্রামের এই শপিংমলে এমন আগে কখনও হয়নি। খুশি মলের কর্মীরাও।
মধ্যমগ্রামের এই শপিংমলে এমন আগে কখনও হয়নি। খুশি মলের কর্মীরাও।

Click on your DTH Provider to Add TV9 Bangla