LIC Jeevan Labh Policy: প্রতিদিন মাত্র ২৫৬ টাকা করে জমান, আর সুদে-আসলে পান ৫৪.৫০ লক্ষ টাকা, LIC-র এই পলিসি সম্বন্ধে জানুন বিস্তারিত

LIC Jeevan Labh Policy: LIC জীবন লাভ পলিসিতে মৃত্যুকালীন সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি বেশ ভাল পরিমাণ অর্থও মেলে সুদে-আসলে।

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 3:56 PM
জীবন বিমা করার ক্ষেত্রে দেশের অন্যতম ভরসাযোগ্য ব্র্যান্ড হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। ভারতের ইনস্যুরেন্স সেক্টরের ৬০ শতাংশ জুড়ে রয়েছে LIC। LIC সকলের জন্যই আকর্ষণীয় হারে সবার জন্য পলিসির অফার করে থাকে। সেখানে যেমন অবসরপ্রাপ্তদের জন্য পলিসি থাকে। তেমনিই চাকরি ক্ষেত্রে সবেমাত্র পা দেওয়া প্রফেশনালরাও। LIC-র এমনই একটি পলিসি হল LIC জীবন লাভ। কী এই পলিসি বিস্তারিত জানুন।

জীবন বিমা করার ক্ষেত্রে দেশের অন্যতম ভরসাযোগ্য ব্র্যান্ড হল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। ভারতের ইনস্যুরেন্স সেক্টরের ৬০ শতাংশ জুড়ে রয়েছে LIC। LIC সকলের জন্যই আকর্ষণীয় হারে সবার জন্য পলিসির অফার করে থাকে। সেখানে যেমন অবসরপ্রাপ্তদের জন্য পলিসি থাকে। তেমনিই চাকরি ক্ষেত্রে সবেমাত্র পা দেওয়া প্রফেশনালরাও। LIC-র এমনই একটি পলিসি হল LIC জীবন লাভ। কী এই পলিসি বিস্তারিত জানুন।

1 / 6
LIC জীবন লাভ পলিসি একটি নন-লিঙ্কড প্ল্যান। যেখানে মৃত্যুকালীন কিছু সুবিধাও দেওয়া হবে। পলিসি হোল্ডাররা নিজেরাই প্রিমিয়ামের অর্থ ও মেয়াদ বেছে নিতে পারেন। LIC জীবন লাভ প্ল্যান নম্বর হল ৯৩৬ এবং এর UIN নম্বর হল 512N304V02।

LIC জীবন লাভ পলিসি একটি নন-লিঙ্কড প্ল্যান। যেখানে মৃত্যুকালীন কিছু সুবিধাও দেওয়া হবে। পলিসি হোল্ডাররা নিজেরাই প্রিমিয়ামের অর্থ ও মেয়াদ বেছে নিতে পারেন। LIC জীবন লাভ প্ল্যান নম্বর হল ৯৩৬ এবং এর UIN নম্বর হল 512N304V02।

2 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 6
LIC জীবন লাভ পলিসির আওতায় সবথেকে কম ২ লক্ষ টাকা পাওয়া যায়। এই পলিসি করার জন্য ৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে পলিসি হোল্ডারদের। ২১ বছরের মেয়াদের পলিসি করতে হলে পলিসি হোল্ডারের বয়স সর্বোচ্চ বয়স হতে হবে ৫৪ বছর। আর ২৫ বছরের জন্য ব্যক্তির বয়স হতে হবে ৫০ বছর। আর এই পলিসি গ্রহণের সঙ্গে সঙ্গেই এর আওতায় সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

LIC জীবন লাভ পলিসির আওতায় সবথেকে কম ২ লক্ষ টাকা পাওয়া যায়। এই পলিসি করার জন্য ৮ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে পলিসি হোল্ডারদের। ২১ বছরের মেয়াদের পলিসি করতে হলে পলিসি হোল্ডারের বয়স সর্বোচ্চ বয়স হতে হবে ৫৪ বছর। আর ২৫ বছরের জন্য ব্যক্তির বয়স হতে হবে ৫০ বছর। আর এই পলিসি গ্রহণের সঙ্গে সঙ্গেই এর আওতায় সমস্ত সুবিধা পাবেন গ্রাহকরা।

4 / 6
LIC জীবন লাভ পলিসির আওতায় গ্রাহকরা একসঙ্গে অনেকটা পরিমাণ টাকাও পাবেন। ১০, ১৩, ও ১৬ বছরের জন্য টাকা জমা দিতে হবে পলিসি হোল্ডারদের। আর ১৬ থেকে ২৫ বছরের মধ্যেই তাঁরা বিপুল পরিমাণ অর্থ পেয়ে যাবেন। এই পলিসির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছে। ৭৫ বছরের বেশি ব্যক্তি এই পলিসি করতে পারবেন না।

LIC জীবন লাভ পলিসির আওতায় গ্রাহকরা একসঙ্গে অনেকটা পরিমাণ টাকাও পাবেন। ১০, ১৩, ও ১৬ বছরের জন্য টাকা জমা দিতে হবে পলিসি হোল্ডারদের। আর ১৬ থেকে ২৫ বছরের মধ্যেই তাঁরা বিপুল পরিমাণ অর্থ পেয়ে যাবেন। এই পলিসির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছে। ৭৫ বছরের বেশি ব্যক্তি এই পলিসি করতে পারবেন না।

5 / 6
আর ৫০ বছর বয়সে এই পলিসি থেকে ৫৪,৫০ লক্ষ টাকা পেতে হলে গ্রাহকদের বিনিয়োগও খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। তাঁদের প্রতিদিন ২৫৬ টাকা করে বিনিয়োগ করতে হবে। এর ফলে প্রতি মাসে হবে ৭৭০০ টাকা। LIC জীবন লাভ পলিসির হোল্ডারদের ২৫ বছর বয়সেই বিনিয়োগ শুরু করা উচিত। প্রতি বছর ৯২,৪০০ টাকা জমাতে হবে। আর যদি ২৫ বছরের জন্য হয় এই পলিসি তাহলে তিনি ৪১ বছরের মধ্যে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকবেন। আর হিসেব নিকেশ করে দেখা গিয়েছে ম্যাচুরিটির পর তিনি ৫৪.৫০ লক্ষ টাকা পাবেন।

আর ৫০ বছর বয়সে এই পলিসি থেকে ৫৪,৫০ লক্ষ টাকা পেতে হলে গ্রাহকদের বিনিয়োগও খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। তাঁদের প্রতিদিন ২৫৬ টাকা করে বিনিয়োগ করতে হবে। এর ফলে প্রতি মাসে হবে ৭৭০০ টাকা। LIC জীবন লাভ পলিসির হোল্ডারদের ২৫ বছর বয়সেই বিনিয়োগ শুরু করা উচিত। প্রতি বছর ৯২,৪০০ টাকা জমাতে হবে। আর যদি ২৫ বছরের জন্য হয় এই পলিসি তাহলে তিনি ৪১ বছরের মধ্যে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকবেন। আর হিসেব নিকেশ করে দেখা গিয়েছে ম্যাচুরিটির পর তিনি ৫৪.৫০ লক্ষ টাকা পাবেন।

6 / 6
Follow Us: