‘ওল্ড ইজ গোল্ড’, শহরজুড়ে ‘হেরিটেজ’ র‍্যালি, হারানো সুর খুঁজতে আসরে মদন মিত্র

শহর জুড়ে গাড়ির মেলা। এই গাড়ি ইতিহাসের কথা বলে। এই গাড়ির চাকায় লেগে আছে গতিময় ইতিহাসের গল্প...

| Updated on: Feb 08, 2021 | 1:49 AM
শহর জুড়ে গাড়ির পর গাড়ির। সব গাড়িই ‘ভিন্টেজ’ তকমাধারী। সেই গাড়ির র‍্যালি এবার আয়োজন করল অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এমন রাজকীয় র‍্যালির প্রথম সাক্ষী হল শহর তিলোত্তমা।

শহর জুড়ে গাড়ির পর গাড়ির। সব গাড়িই ‘ভিন্টেজ’ তকমাধারী। সেই গাড়ির র‍্যালি এবার আয়োজন করল অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এমন রাজকীয় র‍্যালির প্রথম সাক্ষী হল শহর তিলোত্তমা।

1 / 9
রবিবার সকাল ৯ টায় ক্যালকাটা ক্লাব থেকে  শুরু হয় এই হেরিটেজ ট্যুর। অংশগ্রহণ করেছিল মোট আশিটি ভিন্টেজ গাড়ি-সহ পনেরটি ভিন্টেজ বাইক।

রবিবার সকাল ৯ টায় ক্যালকাটা ক্লাব থেকে শুরু হয় এই হেরিটেজ ট্যুর। অংশগ্রহণ করেছিল মোট আশিটি ভিন্টেজ গাড়ি-সহ পনেরটি ভিন্টেজ বাইক।

2 / 9
 অধিকাংশ গাড়িই শতায়ু বা শতোর্ধ্ব। ৯৯ বছরের অস্টিন থেকে ১৯২৮-এর ফোর্ড বা ১০৮ বছরের পুরনো গ্যাবরাডর। এইচএম অ্যাম্বাসডর থেকে রলস রয়েস। বাদ ছিল না কিছুই। কলকাতার একাধিক বনেদি রাজবাড়ির গাড়িও অংশ নিয়েছিল এই ট্যুরে।

অধিকাংশ গাড়িই শতায়ু বা শতোর্ধ্ব। ৯৯ বছরের অস্টিন থেকে ১৯২৮-এর ফোর্ড বা ১০৮ বছরের পুরনো গ্যাবরাডর। এইচএম অ্যাম্বাসডর থেকে রলস রয়েস। বাদ ছিল না কিছুই। কলকাতার একাধিক বনেদি রাজবাড়ির গাড়িও অংশ নিয়েছিল এই ট্যুরে।

3 / 9
শুধু র‍্যালিতেই শেষ নয়, অটোমোবাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭৫ ঊর্ধ্ব প্রবীণদের জন্য নেওয়া হয়েছে এক নয়া উদ্যোগ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী এক সপ্তাহ ৭৫ ঊর্ধ্ব দম্পতিদের জন্য চলবে হেরিটেজ ট্যুর।

শুধু র‍্যালিতেই শেষ নয়, অটোমোবাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭৫ ঊর্ধ্ব প্রবীণদের জন্য নেওয়া হয়েছে এক নয়া উদ্যোগ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী এক সপ্তাহ ৭৫ ঊর্ধ্ব দম্পতিদের জন্য চলবে হেরিটেজ ট্যুর।

4 / 9
প্রতিদিন,  ৪ টি করে দম্পতি পিছু গাড়ি ছাড়া হবে অটোমোবাইল স্টোর থেকে। প্রত্যেক গাড়িতে বৃদ্ধ স্বামী-স্ত্রীর  একটি জুটি ঘুরে আসবেন প্রায় গোটা কলকাতা। তিন ঘণ্টার এই ট্যুর পুরোটাই বিনামূল্যে। উৎসাহীদের জন্য চলছে অনলাইন বুকিং। যাঁরা আগে আসবেন তাঁরাই সুযোগ পাবেন।

প্রতিদিন, ৪ টি করে দম্পতি পিছু গাড়ি ছাড়া হবে অটোমোবাইল স্টোর থেকে। প্রত্যেক গাড়িতে বৃদ্ধ স্বামী-স্ত্রীর একটি জুটি ঘুরে আসবেন প্রায় গোটা কলকাতা। তিন ঘণ্টার এই ট্যুর পুরোটাই বিনামূল্যে। উৎসাহীদের জন্য চলছে অনলাইন বুকিং। যাঁরা আগে আসবেন তাঁরাই সুযোগ পাবেন।

5 / 9
রবিবারের সকালে, র‍্যালিতে অংশ নেন স্বয়ং তৃণমূল নেতা ও ক্লাব সভাপতি মদন মিত্র।

রবিবারের সকালে, র‍্যালিতে অংশ নেন স্বয়ং তৃণমূল নেতা ও ক্লাব সভাপতি মদন মিত্র।

6 / 9
মদন মিত্র এদিন জানান, সম্প্রতি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী বার্ধক্যভাতা সংক্রান্ত যে প্রস্তাব পেশ করেন তাতে সম্পূর্ণ সহমত জ্ঞাপন করছেন তিনি। তৃণমূল নেতা আরও জানান, আজকের ব্যস্ত সময়ে বৃদ্ধরা একা। তাঁদের পাশে থাকতে হবে।

মদন মিত্র এদিন জানান, সম্প্রতি রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী বার্ধক্যভাতা সংক্রান্ত যে প্রস্তাব পেশ করেন তাতে সম্পূর্ণ সহমত জ্ঞাপন করছেন তিনি। তৃণমূল নেতা আরও জানান, আজকের ব্যস্ত সময়ে বৃদ্ধরা একা। তাঁদের পাশে থাকতে হবে।

7 / 9
মদন মিত্র ছাড়়াও এদিন উপস্থিত ছিলেন টলি ও ফুটবল জগতের অন্যান্য তারকারাও।

মদন মিত্র ছাড়়াও এদিন উপস্থিত ছিলেন টলি ও ফুটবল জগতের অন্যান্য তারকারাও।

8 / 9
অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এই হেরিটেজ র‍্যালি সংস্থার পক্ষ থেকে প্রতিবছর পালিত হবে। ইতিহাস, বিশেষ করে আমাদের শহর কলকাতার সঙ্গে যে বাবুয়ানার ইতিহাস জড়িয়ে আছে তা অস্বীকার্য নয়। সেই ইতিহাসকে উলটে-পাল্টে খানিকটা দেখতে  চান সংস্থার কর্তৃপক্ষ।

অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এই হেরিটেজ র‍্যালি সংস্থার পক্ষ থেকে প্রতিবছর পালিত হবে। ইতিহাস, বিশেষ করে আমাদের শহর কলকাতার সঙ্গে যে বাবুয়ানার ইতিহাস জড়িয়ে আছে তা অস্বীকার্য নয়। সেই ইতিহাসকে উলটে-পাল্টে খানিকটা দেখতে চান সংস্থার কর্তৃপক্ষ।

9 / 9
Follow Us: