CWG 2022: হেঁটেই ইতিহাস, কমনওয়েলথে রুপো প্রিয়াঙ্কা গোস্বামীর

কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে তৃতীয় পদক দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০ হাজার মিটার রেস ওয়াকে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন প্রিয়াঙ্কা।

| Edited By: | Updated on: Aug 06, 2022 | 5:33 PM
কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে তৃতীয় পদক দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০ হাজার মিটার রেস ওয়াকে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন প্রিয়াঙ্কা। (ছবি: ইনস্টাগ্রাম)

কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে দেশকে তৃতীয় পদক দিলেন প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ১০ হাজার মিটার রেস ওয়াকে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পেলেন প্রিয়াঙ্কা। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 7
শনিবার বার্মিংহ্যামে ৪৩:৩৮ মিনিটে হাঁটা শেষ করেন প্রিয়াঙ্কা। যা তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং। (ছবি: ইনস্টাগ্রাম)

শনিবার বার্মিংহ্যামে ৪৩:৩৮ মিনিটে হাঁটা শেষ করেন প্রিয়াঙ্কা। যা তাঁর ব্যক্তিগত সেরা টাইমিং। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 7
হাই জাম্পার তেজস্বিন শঙ্কর এবং লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তৃতীয় পদক প্রিয়াঙ্কার। (ছবি: ইনস্টাগ্রাম)

হাই জাম্পার তেজস্বিন শঙ্কর এবং লং জাম্পার মুরলী শ্রীশঙ্করের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তৃতীয় পদক প্রিয়াঙ্কার। (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 7
নাম, পদবী শুনে বাঙালি ভেবে ফেললে  ভুল করবেন। প্রিয়াঙ্কা আদতে উত্তরপ্রদেশের মিরাটের মেয়ে। (ছবি: ইনস্টাগ্রাম)

নাম, পদবী শুনে বাঙালি ভেবে ফেললে ভুল করবেন। প্রিয়াঙ্কা আদতে উত্তরপ্রদেশের মিরাটের মেয়ে। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 7
স্কুলজীবনে জিমন্যাস্টিক্সের প্রতি আকর্ষণ জন্মছিল। পরে ট্র্যাক বদলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। টোকিও অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা।(ছবি: ইনস্টাগ্রাম)

স্কুলজীবনে জিমন্যাস্টিক্সের প্রতি আকর্ষণ জন্মছিল। পরে ট্র্যাক বদলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। টোকিও অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা।(ছবি: ইনস্টাগ্রাম)

5 / 7
আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কার সবথেকে বড় সাফল্য কমনওয়েলথ গেমসে রুপোর পদক।(ছবি: ইনস্টাগ্রাম)

আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কার সবথেকে বড় সাফল্য কমনওয়েলথ গেমসে রুপোর পদক।(ছবি: ইনস্টাগ্রাম)

6 / 7
এই প্রথম দেশের কোনও মহিলা অ্যাথলিট রেস ওয়াকিংয়ে মেডেল পেলেন। সেদিক থেকে বার্মিংহ্যামে প্রিয়াঙ্কা ইতিহাস গড়লেন বৈকি।(ছবি: ইনস্টাগ্রাম)

এই প্রথম দেশের কোনও মহিলা অ্যাথলিট রেস ওয়াকিংয়ে মেডেল পেলেন। সেদিক থেকে বার্মিংহ্যামে প্রিয়াঙ্কা ইতিহাস গড়লেন বৈকি।(ছবি: ইনস্টাগ্রাম)

7 / 7
Follow Us: