Bangla News » Photo gallery » Ranveer singh had to faced casting Couch issues during struggling days
Casting Couch: কাস্টিং কাউচের শিকার, ‘গোপনাঙ্গ ছুঁতে হবে’, এই শর্তেই বলিউডে পা রাখার প্রস্তাব পেয়েছিলেন রণবীর
Ranveer Singh: স্বপ্ন দেখেছিলেন বলিউডের সেরা অভিনেতা হওয়ার। বর্তমানে তিনি সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত স্টার। তবে শুরুটা মোটেও ছিল না এত সহজ। তিনিও শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের।
রণবীর সিং, বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে নিজের ছন্দে কাজ শুরু করার মত সৌভাগ্য ঠিক সকলের হয় না। কোথাও গিয়ে যেন সেই কঠিন সত্যির মুখোমুখি হতে হয়েছে কম বেশি সকলকেই।
1 / 6
এবং তাঁদের দিল ধারকনে দো ছবিতেও একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। রণবীর সিং বরাবরই তাঁর সবঅভিনেতাদের সঙ্গে বেশ খোলামেলা, সেবারও ঠিক তেমনই এক ইয়ার্কি কাল হয়ে দাঁড়িয়ে ছিল তাঁর জন্য।
2 / 6
রণবীর সিং- বিশ্বাস করতে অবাক লাগলেও এটাই সত্যি। একটা সময় রণবীর সিং পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন। মহিলাদের প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ। নিজেই জানিয়েছিলেন ওয়ান নাইট স্ট্যান্ডের কথা কফি উইথ করণে।
3 / 6
সেখানেই রণবীর তাঁর স্বভাব বশত ইয়ার্কি করে বসেন অনুষ্কার সঙ্গে। বলে ফেলেন, তিনি অনুষ্কার নিতম্বে মারতে চান। আর তাতেই মেজাজ হারান অনুষ্কা।
4 / 6
কম বেশি সকলেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ অনুষ্কা শর্মাও। যদিও সে প্রসঙ্গ বেশ খানিকটা ভিন্ন। রণবীর সিং-এর সঙ্গে ব্যান্ড বাজা বারাতি ছবিতে কাজ।
5 / 6
এরপর পাল্টা উত্তরে শুনতে হয়েছিল তাঁকে, 'একে একে যখন তোমায় বিভিন্ন কাজে পাঠাবো, তখন তুমি রাজি থাকবে এই একই কাজ করতে'। তারপরও রণবীরের উত্তর ছিল 'না'।