Republic Day 2023: তেরঙ্গায় রঙিন রাজধানী, আলোয় সাজল বাণিজ্যনগরী থেকে নিজামের শহরও, দেখুন ছবিতে

Republic Day Celebration: রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে গোটা রাইসিন হিলস।

| Edited By: | Updated on: Jan 26, 2023 | 7:05 AM
আজ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি। রাজধানী দিল্লি থেকে দেশের প্রতিটি রাজ্যেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশজুড়ে পালিত হচ্ছে আজকের এই বিশেষ দিনটি। রাজধানী দিল্লি থেকে দেশের প্রতিটি রাজ্যেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

1 / 7
 প্রজাতন্ত্র দিবসের আগের রাত থেকেই আলোকসজ্জায় সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। এক নজরে দেখে নেওয়া যাক কিছু ছবি।

প্রজাতন্ত্র দিবসের আগের রাত থেকেই আলোকসজ্জায় সেজে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। এক নজরে দেখে নেওয়া যাক কিছু ছবি।

2 / 7
আলোয় আলোয় রঙিন হয়ে উঠেছে বাণিজ্যনগরী মুম্বই। ছত্রপতি শিবাজি টার্মিনাসকে তিরঙ্গা আলোয় মুড়ে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে আলোর এই ছটা বাণিজ্যনগরীকে আরও মোহময়ী করে তুলেছে।

আলোয় আলোয় রঙিন হয়ে উঠেছে বাণিজ্যনগরী মুম্বই। ছত্রপতি শিবাজি টার্মিনাসকে তিরঙ্গা আলোয় মুড়ে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে আলোর এই ছটা বাণিজ্যনগরীকে আরও মোহময়ী করে তুলেছে।

3 / 7
তিরঙ্গা আলোয় সেজে উঠেছে নিজামের শহরও। রাতেই তিরঙ্গা আলো জ্বালানো হয় হায়দরাবাদের চারমিনারে।

তিরঙ্গা আলোয় সেজে উঠেছে নিজামের শহরও। রাতেই তিরঙ্গা আলো জ্বালানো হয় হায়দরাবাদের চারমিনারে।

4 / 7
তিরঙ্গায় সাজিয়ে তোলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও।

তিরঙ্গায় সাজিয়ে তোলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেও।

5 / 7
একইভাবে দেশের বিভিন্ন রেল স্টেশনকেও সাজানো হয়েছে। ছবিটি তেলঙ্গানার একটি রেলস্টেশনের।

একইভাবে দেশের বিভিন্ন রেল স্টেশনকেও সাজানো হয়েছে। ছবিটি তেলঙ্গানার একটি রেলস্টেশনের।

6 / 7
রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে গোটা রাইসিন হিলস।

রঙিন আলোকসজ্জায় সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে গোটা রাইসিন হিলস।

7 / 7
Follow Us: