India vs England: শাস্ত্রীকে ‘গুরুদক্ষিণা’ পন্থের, হাতে ধরিয়ে দিলেন শ্যাম্পেন! ডগমগ প্রাক্তন কোচ

ম্যাঞ্চেস্টারে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ঋষভ পন্থের অপরাজিত ১২৫ রানের দুরন্ত ইনিংস ও হার্দিক পান্ডিয়ার অল-রাউন্ড পারফরম্যান্সে ভর করে বাটলারদের তৃতীয় ম্যাচে হারিয়ে দেয় মেন ইন ব্লু। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মেতে ওঠেন শ্যাম্পেন শাওয়ারে। তবে পন্থ চলে যান গুরু রবি শাস্ত্রীর দিকে। তাঁকে দিয়ে আসেন গুরুদক্ষিণা।

| Edited By: | Updated on: Jul 18, 2022 | 1:07 PM
ম্যাঞ্চেস্টারে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ঋষভ পন্থের অপরাজিত ১২৫ রানের দুরন্ত ইনিংস ও হার্দিক পান্ডিয়ার অল-রাউন্ড পারফরম্যান্সে ভর করে বাটলারদের তৃতীয় ম্যাচে হারিয়ে দেয় মেন ইন ব্লু। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মেতে ওঠেন শ্যাম্পেন শাওয়ারে। তবে পন্থ চলে যান গুরু রবি শাস্ত্রীর দিকে। তাঁকে দিয়ে আসেন গুরুদক্ষিণা।

ম্যাঞ্চেস্টারে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ঋষভ পন্থের অপরাজিত ১২৫ রানের দুরন্ত ইনিংস ও হার্দিক পান্ডিয়ার অল-রাউন্ড পারফরম্যান্সে ভর করে বাটলারদের তৃতীয় ম্যাচে হারিয়ে দেয় মেন ইন ব্লু। চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়ার পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মেতে ওঠেন শ্যাম্পেন শাওয়ারে। তবে পন্থ চলে যান গুরু রবি শাস্ত্রীর দিকে। তাঁকে দিয়ে আসেন গুরুদক্ষিণা।

1 / 6
শিষ্য ঋষভ পন্থের দেওয়া উপহার ফেরাতে পারলেন না গুরু রবি শাস্ত্রী। বাটলারদের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান করার পর চ্যাম্পিয়ন ট্রফি পেয়েই পন্থ নিজের শ্যাম্পেন হাতে এগিয়ে গেলেন তাঁদের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর দিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় প্রথমে পন্থ ও শাস্ত্রী হাত মেলান একে অপরের সঙ্গে, তারপর পরস্পরকে আলিঙ্গন করেন। এবং এরপরই পন্থ শ্যাম্পেন বোতল এগিয়ে দেন শাস্ত্রীর দিকে। হাসতে হাসতে সেই বোতল হাতে নিয়ে তিনি এগিয়ে যান, অন্য ধারাভাষ্যকারদের কাছে। (ছবি-টুইটার)

শিষ্য ঋষভ পন্থের দেওয়া উপহার ফেরাতে পারলেন না গুরু রবি শাস্ত্রী। বাটলারদের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরান করার পর চ্যাম্পিয়ন ট্রফি পেয়েই পন্থ নিজের শ্যাম্পেন হাতে এগিয়ে গেলেন তাঁদের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর দিকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় প্রথমে পন্থ ও শাস্ত্রী হাত মেলান একে অপরের সঙ্গে, তারপর পরস্পরকে আলিঙ্গন করেন। এবং এরপরই পন্থ শ্যাম্পেন বোতল এগিয়ে দেন শাস্ত্রীর দিকে। হাসতে হাসতে সেই বোতল হাতে নিয়ে তিনি এগিয়ে যান, অন্য ধারাভাষ্যকারদের কাছে। (ছবি-টুইটার)

2 / 6
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে যান পন্থ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম শতরান পেলেন পন্থ। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে যান পন্থ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম শতরান পেলেন পন্থ। (ছবি-টুইটার)

3 / 6
ভারতীয় দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পোজ দেওয়ার সময় মেতে ওঠেন শ্যাম্পেন শাওয়ারে। টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ওপেনার  শিখর ধাওয়ান শ্যাম্পেন বোতল খুলে নিয়ে স্প্রে করতে থাকেন অধিনায়ক রোহিত শর্মার দিকে। (ছবি-টুইটার)

ভারতীয় দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পোজ দেওয়ার সময় মেতে ওঠেন শ্যাম্পেন শাওয়ারে। টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ওপেনার শিখর ধাওয়ান শ্যাম্পেন বোতল খুলে নিয়ে স্প্রে করতে থাকেন অধিনায়ক রোহিত শর্মার দিকে। (ছবি-টুইটার)

4 / 6
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অর্শদীপ সিং হাতের ছিল চ্যাম্পিয়ন ট্রফি। দলের ছবি তোলার পরই বিরাট শ্যাম্পেন বোতল তুলে নিয়ে স্প্রে করতে থাকেন ধাওয়ানের দিকে। বেশির ভাগ ক্রিকেটারই শ্যাম্পেনে ভিজে যান। (ছবি-টুইটার)

টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অর্শদীপ সিং হাতের ছিল চ্যাম্পিয়ন ট্রফি। দলের ছবি তোলার পরই বিরাট শ্যাম্পেন বোতল তুলে নিয়ে স্প্রে করতে থাকেন ধাওয়ানের দিকে। বেশির ভাগ ক্রিকেটারই শ্যাম্পেনে ভিজে যান। (ছবি-টুইটার)

5 / 6
উল্লেখ্য, রবিবার ম্যাঞ্চেস্টারে টসে জিতে শুরুতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ২৫৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৪৭ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে ভারত। ৫ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জিতে মাঠ ছাড়েন পন্থরা। (ছবি-টুইটার)

উল্লেখ্য, রবিবার ম্যাঞ্চেস্টারে টসে জিতে শুরুতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ২৫৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ৪৭ বল বাকি থাকতেই টার্গেট পূর্ণ করে ফেলে ভারত। ৫ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জিতে মাঠ ছাড়েন পন্থরা। (ছবি-টুইটার)

6 / 6
Follow Us: