Tel Aviv Open: তেল আভিভ ওপেনে চ্যাম্পিয়ন বোপান্না

Rohan Bopanna-Matwe Middelkoop: তেল আভিভ ওপেন চ্যাম্পিয়ন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। ডাচ জুটি মাতেউ মিডলকুপকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বোপান্না। মেক্সিকান-আর্জেন্টাইন জুটিকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়েছে বোপান্না-মিডলকুপ জুটি।

| Edited By: | Updated on: Oct 03, 2022 | 12:42 PM
তেল আভিভ ওপেন (Tel Aviv Open) চ্যাম্পিয়ন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। ডাচ জুটি মাতেউ মিডলকুপকে (Matwe Middelkoop) সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বোপান্না। (ছবি-টুইটার)

তেল আভিভ ওপেন (Tel Aviv Open) চ্যাম্পিয়ন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। ডাচ জুটি মাতেউ মিডলকুপকে (Matwe Middelkoop) সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বোপান্না। (ছবি-টুইটার)

1 / 5
তেল আভিভ ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে, টুর্নামেন্টের তৃতীয় বাছাই জুটিকে হারিয়েছে বোপান্না-মিডলকুপ ইন্দো-ডাচ জুটি। (ছবি-টুইটার)

তেল আভিভ ওপেনে পুরুষদের ডাবলসের ফাইনালে, টুর্নামেন্টের তৃতীয় বাছাই জুটিকে হারিয়েছে বোপান্না-মিডলকুপ ইন্দো-ডাচ জুটি। (ছবি-টুইটার)

2 / 5
ফাইনালে মেক্সিকান-আর্জেন্টাইন জুটি সান্তিয়াগো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়েছে বোপান্না-মিডলকুপ জুটি। (ছবি-টুইটার)

ফাইনালে মেক্সিকান-আর্জেন্টাইন জুটি সান্তিয়াগো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনিকে ৬-২, ৬-৪ ব্যবধানে হারিয়েছে বোপান্না-মিডলকুপ জুটি। (ছবি-টুইটার)

3 / 5
এটিপি ট্যুরে এই প্রথম বার দলগত খেতাব অর্জন করলেন রোহন বোপান্না এবং মাতেউ মিডলকুপ। (ছবি-টুইটার)

এটিপি ট্যুরে এই প্রথম বার দলগত খেতাব অর্জন করলেন রোহন বোপান্না এবং মাতেউ মিডলকুপ। (ছবি-টুইটার)

4 / 5
চলতি বছরে ভালো ফর্মে রয়েছে এই ইন্দো-ডাচ জুটি। ২০২২ সালের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, ফরাসি ওপেনের সেমিফাইনালেও পৌঁছেছিলেন বোপান্না ও মিডলকুপ। (ছবি-টুইটার)

চলতি বছরে ভালো ফর্মে রয়েছে এই ইন্দো-ডাচ জুটি। ২০২২ সালের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম, ফরাসি ওপেনের সেমিফাইনালেও পৌঁছেছিলেন বোপান্না ও মিডলকুপ। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: