Cristiano Ronaldo: আল নাসেরে আজ অভিষেক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal
Updated on: Jan 22, 2023 | 7:30 AM
Al Nassr: অবশেষে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্তদের জন্য বিশেষ দিন। আল নাসেরে আজ অভিষেক হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি। এ বার সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইংলিশ ফুটবল সংস্থার নির্বাসনের ফলে এতদিন অপেক্ষা করতে হল আল নাসের সমর্থকদের। আজ এত্তিফাক ক্লাবের বিরুদ্ধে আল নাসের জার্সিতে অভিষেক সিআর সেভেনের।
Jan 22, 2023 | 7:30 AM
অবশেষে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভক্তদের জন্য বিশেষ দিন। আল নাসেরে আজ অভিষেক হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের। (ছবি : টুইটার)
1 / 7
ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে দীর্ঘ সম্পর্কে ইতি। এ বার সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি : টুইটার)
2 / 7
ইংলিশ ফুটবল সংস্থার নির্বাসনের ফলে এতদিন অপেক্ষা করতে হল আল নাসের সমর্থকদের। আজ এত্তিফাক ক্লাবের বিরুদ্ধে আল নাসের জার্সিতে অভিষেক সিআর সেভেনের। (ছবি : টুইটার)
3 / 7
সৌদি আরবে অবশ্য অভিষেক হয়েছে রোনাল্ডোর। পিসজি-র বিরুদ্ধে রিয়াধের হয়ে প্রীতি ম্যাচে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি : টুইটার)
4 / 7
পিএসজির মতো গোছানো দলের বিরুদ্ধে সেই অর্থে প্রস্তুতির সুযোগ পায়নি রিয়াধ। ম্যাচটি ৪-৫ ব্যবধানে হারে তারা। (ছবি : টুইটার)
5 / 7
লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে রিয়াধ হারলেও জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার অপেক্ষা আল নাসের জার্সিতে জ্বলে ওঠার। (ছবি : টুইটার)
6 / 7
এ মাসের শুরুতেই সৌদি আরবে পা রেখেছেন রোনাল্ডো। আল নাসেরে সতীর্থদের সঙ্গে প্রস্তুতি করছেন দীর্ঘদিন। অপেক্ষা ছিল ম্যাচে নামার। গত ম্যাচে গোল শূন্য় ড্র করেছে আল নাসের। রোনাল্ডোর মতো মহাতারকার সৌজন্য়ে এ বার বড় স্বপ্ন দেখছে আল নাসের। সঙ্গে সৌদি আরব ফুটবলও অপেক্ষায় রোনাল্ডোর শিল্প দেখার জন্য। (ছবি : টুইটার)