S Sreesanth: জন্মদিনে এক ঝলকে শ্রীসন্থের জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়

S Sreesanth Birthday: প্রায় ২৫ বছরের কেরিয়ারে একাধিক সাফল্য পেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শান্তাকুমারন শ্রীসন্থ। সেইসকল স্মৃতিই চিরকাল সঙ্গী হয়ে থাকবে তাঁর। ক্রিকেটের অত্যন্ত বর্ণময় ও বিতর্কিত চরিত্র হল শ্রীসন্থ। আজ তাঁর ৪০তম জন্মদিন। শ্রীসন্থের জন্মদিনে এক ঝলকে তাঁর জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায়, আইপিএলে ম্যাচ ফিক্সিং।

| Edited By: | Updated on: Feb 06, 2023 | 10:00 AM
আজ শান্তাকুমারন শ্রীসন্থের ৪০তম জন্মদিন। দেশের জার্সিতে ২৭টা টেস্ট খেলে শ্রীসন্থ (Sreesanth) নিয়েছেন ৮৭টা উইকেট। ৫২ ওয়ান ডে ম্যাচে তিনি নিয়েছেন ৭৫টা উইকেট। ১০টা টি-টোয়েন্টি ম্যাচে ৭টা উইকেট রয়েছে শ্রীসন্থের ঝুলিতে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপজয়ী টিমের সদস্যও ছিলেন শ্রীসন্থ। (ছবি-টুইটার)

আজ শান্তাকুমারন শ্রীসন্থের ৪০তম জন্মদিন। দেশের জার্সিতে ২৭টা টেস্ট খেলে শ্রীসন্থ (Sreesanth) নিয়েছেন ৮৭টা উইকেট। ৫২ ওয়ান ডে ম্যাচে তিনি নিয়েছেন ৭৫টা উইকেট। ১০টা টি-টোয়েন্টি ম্যাচে ৭টা উইকেট রয়েছে শ্রীসন্থের ঝুলিতে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপজয়ী টিমের সদস্যও ছিলেন শ্রীসন্থ। (ছবি-টুইটার)

1 / 8
ক্রিকেটের অত্যন্ত বর্ণময় ও বিতর্কিত চরিত্র হল শান্তাকুমারন শ্রীসন্থ। যিনি শ্রীসন্থ নামেই পরিচিত। তাঁর মতো বলের সিমের নিখুঁত ব্যবহার খুব কম পেসারই পারতেন। (ছবি-টুইটার)

ক্রিকেটের অত্যন্ত বর্ণময় ও বিতর্কিত চরিত্র হল শান্তাকুমারন শ্রীসন্থ। যিনি শ্রীসন্থ নামেই পরিচিত। তাঁর মতো বলের সিমের নিখুঁত ব্যবহার খুব কম পেসারই পারতেন। (ছবি-টুইটার)

2 / 8
২২ গজে উইকেট নেওয়ার পর তাঁর সেলিব্রেশনের সময় নাচও অত্যন্ত জনপ্রিয় ছিল। তিনি দেশের তুলনায় বিদেশের মাটিতে বেশি সফল ছিলেন। তবে, ক্রিকেটের পাশাপাশি শ্রীসন্থ বিতর্কেও জড়িয়েছেন বেশ কয়েকবার। (ছবি-টুইটার)

২২ গজে উইকেট নেওয়ার পর তাঁর সেলিব্রেশনের সময় নাচও অত্যন্ত জনপ্রিয় ছিল। তিনি দেশের তুলনায় বিদেশের মাটিতে বেশি সফল ছিলেন। তবে, ক্রিকেটের পাশাপাশি শ্রীসন্থ বিতর্কেও জড়িয়েছেন বেশ কয়েকবার। (ছবি-টুইটার)

3 / 8
আইপিএলের একটা ম্যাচে শ্রীসন্থকে থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং। ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতেন শ্রীসন্থ। ঘটনাটা সেই সময়ের। মুম্বই ইন্ডিয়ান্সকে একটি ম্যাচে হারানোর পর হরভজন সিংহের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন শ্রীসন্থ। যা ভালো ভাবে নিতে পারেননি ভাজ্জি। সেই সময় তিনি চড় মারেন শ্রীসন্থকে। যার ফলে হরভজনের শাস্তিও হয়েছিল। (ছবি-টুইটার)

আইপিএলের একটা ম্যাচে শ্রীসন্থকে থাপ্পড় মেরেছিলেন হরভজন সিং। ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলতেন শ্রীসন্থ। ঘটনাটা সেই সময়ের। মুম্বই ইন্ডিয়ান্সকে একটি ম্যাচে হারানোর পর হরভজন সিংহের কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন শ্রীসন্থ। যা ভালো ভাবে নিতে পারেননি ভাজ্জি। সেই সময় তিনি চড় মারেন শ্রীসন্থকে। যার ফলে হরভজনের শাস্তিও হয়েছিল। (ছবি-টুইটার)

4 / 8
আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন কেরালার পেসার। ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর পরই শ্রীসন্থের ক্রিকেট কেরিয়ার প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন তিনি। (ছবি-টুইটার)

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন কেরালার পেসার। ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর পরই শ্রীসন্থের ক্রিকেট কেরিয়ার প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন তিনি। (ছবি-টুইটার)

5 / 8
এর পর শ্রীসন্থ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটে ফিরে আসার জন্য। যদিও শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই স্বপ্নপূরণ হয়েছিল তাঁর। তবে আইপিএলে আর ফেরা হয়নি। (ছবি-টুইটার)

এর পর শ্রীসন্থ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ক্রিকেটে ফিরে আসার জন্য। যদিও শেষ পর্যন্ত আদালতের রায়ে সেই স্বপ্নপূরণ হয়েছিল তাঁর। তবে আইপিএলে আর ফেরা হয়নি। (ছবি-টুইটার)

6 / 8
২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আবার ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল শ্রীসন্থের। ২০২২ সালের ৯ মার্চ ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নেন শ্রীসন্থ। (ছবি-টুইটার)

২০২১ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আবার ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল শ্রীসন্থের। ২০২২ সালের ৯ মার্চ ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নেন শ্রীসন্থ। (ছবি-টুইটার)

7 / 8
শেষ বার শ্রীসন্থ ২০২২ সালের ৫ অক্টোবর ভিলওয়াড়া কিংস দলের হয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলেছেন। (ছবি-টুইটার)

শেষ বার শ্রীসন্থ ২০২২ সালের ৫ অক্টোবর ভিলওয়াড়া কিংস দলের হয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলেছেন। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: