SA20: তিন ম্যাচে দ্বিতীয় জয়, ‘এমআই’য়ের আফ্রিকান সাফারি সঠিক পথেই

MI Cape Town: আইপিএলের মতো, তবে আইপিএল নয়। উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এম আই নামটাই যেন ঈর্ষার কারণ। আইপিএলে পাঁচ বার ট্রফি জিতেছে। দক্ষিণ আফ্রিকায় ৬ দলের প্রতিযোগিতা। প্রথম তিন ম্য়াচের মধ্যে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে জোবার্গ সুপার কিংসকে ৭ উইকেটে হারাল তারা। পয়েন্ট তালিকায় শীর্ষস্থানও ধরে রেখেছে এমআই কেপ টাউন।

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 7:00 AM
আইপিএলের মতো, তবে আইপিএল নয়। উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এম আই নামটাই যেন ঈর্ষার কারণ। আইপিএলে পাঁচ বার ট্রফি জিতেছে। (ছবি : টুইটার)

আইপিএলের মতো, তবে আইপিএল নয়। উদ্বোধনী দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে এম আই নামটাই যেন ঈর্ষার কারণ। আইপিএলে পাঁচ বার ট্রফি জিতেছে। (ছবি : টুইটার)

1 / 8
দক্ষিণ আফ্রিকায় ৬ দলের প্রতিযোগিতা। প্রথম তিন ম্য়াচের মধ্যে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে জোবার্গ সুপার কিংসকে ৭ উইকেটে হারাল তারা। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকায় ৬ দলের প্রতিযোগিতা। প্রথম তিন ম্য়াচের মধ্যে দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা। নিজেদের তৃতীয় ম্যাচে জোবার্গ সুপার কিংসকে ৭ উইকেটে হারাল তারা। (ছবি : টুইটার)

2 / 8
তিন ম্যাচে দুটি জয়। এক ম্যাচে বোনাস পয়েন্ট। সব মিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থানও ধরে রেখেছে এমআই কেপ টাউন। (ছবি : টুইটার)

তিন ম্যাচে দুটি জয়। এক ম্যাচে বোনাস পয়েন্ট। সব মিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থানও ধরে রেখেছে এমআই কেপ টাউন। (ছবি : টুইটার)

3 / 8
ফাফ ডুপ্লেসির জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এমআই কেপ টাউন ক্যাপ্টেন রশিদ খান। (ছবি : টুইটার)

ফাফ ডুপ্লেসির জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন এমআই কেপ টাউন ক্যাপ্টেন রশিদ খান। (ছবি : টুইটার)

4 / 8
কাগিসো রাবাডার অনবদ্য বোলিং জোবার্গকে ব্যাকফুটে ঠেলে দেয়। রাবাডা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচের সেরাও রাবাডা। (ছবি : টুইটার)

কাগিসো রাবাডার অনবদ্য বোলিং জোবার্গকে ব্যাকফুটে ঠেলে দেয়। রাবাডা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাচের সেরাও রাবাডা। (ছবি : টুইটার)

5 / 8
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ডুপ্লেসিদের ইনিংস শেষ ১০৫-৯ স্কোরে। রাবাডা ছাড়াও দুটি করে উইকেট নেন রশিদ খান এবং ওডিন স্মিথ। (ছবি : টুইটার)

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ডুপ্লেসিদের ইনিংস শেষ ১০৫-৯ স্কোরে। রাবাডা ছাড়াও দুটি করে উইকেট নেন রশিদ খান এবং ওডিন স্মিথ। (ছবি : টুইটার)

6 / 8
অল্প রানের লক্ষ্য। বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস-রায়ান রিকেলটন ওপেনিং জুটিতেই যোগ হয় ৬৫ রান। রিকেলটন ২৪ বলে ২১ রানে ফেরেন। (ছবি : টুইটার)

অল্প রানের লক্ষ্য। বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস-রায়ান রিকেলটন ওপেনিং জুটিতেই যোগ হয় ৬৫ রান। রিকেলটন ২৪ বলে ২১ রানে ফেরেন। (ছবি : টুইটার)

7 / 8
বেবি এবিকে আটকাতে হিমিসম খায় প্রতিপক্ষ। ৩৪ বলে ৪২ রানে থামে তাঁর ইনিংস। শেষ অবধি ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় এমআই কেপ টাউনের। (ছবি : টুইটার)

বেবি এবিকে আটকাতে হিমিসম খায় প্রতিপক্ষ। ৩৪ বলে ৪২ রানে থামে তাঁর ইনিংস। শেষ অবধি ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় এমআই কেপ টাউনের। (ছবি : টুইটার)

8 / 8
Follow Us: