Saurav Ganguly: দশেরায় রাবণ বধ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নবরাত্রির সূচনা হলেই টানা নয় দিন ধরে চলে দেবীর আরাধণা। এই আরাধনার অন্তিমলগ্নে হয় দশেরা। এ বার দশেরায় সেন্ট্রাল পার্কে ৫০ ফুটের রাবণ বধ করতে চলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)।

| Edited By: | Updated on: Sep 30, 2022 | 11:09 PM
 নবরাত্রির সূচনা হলেই টানা নয় দিন ধরে চলে দেবীর আরাধনা। এই আরাধনার অন্তিমলগ্নে হয় দশেরা। এ বার দশেরায় সেন্ট্রাল পার্কে ৫০ ফুটের রাবণ বধ করতে চলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)।

নবরাত্রির সূচনা হলেই টানা নয় দিন ধরে চলে দেবীর আরাধনা। এই আরাধনার অন্তিমলগ্নে হয় দশেরা। এ বার দশেরায় সেন্ট্রাল পার্কে ৫০ ফুটের রাবণ বধ করতে চলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)।

1 / 5
নবরাত্রিতে টানা নয় দিন দেবীর আরাধনার অন্তিমলগ্নে হয় দশেরা। রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র অকাল বোধন করে দেবীর পুজো করেছিলেন। সেই যুদ্ধের শেষ দিন, অর্থাৎ দশমীর দিনই হয়েছিল রাবণ বধ। সেই থেকেই দশমীর দিন পালন করা হয় দশেরা বা রাবণ বধ।

নবরাত্রিতে টানা নয় দিন দেবীর আরাধনার অন্তিমলগ্নে হয় দশেরা। রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে রামচন্দ্র অকাল বোধন করে দেবীর পুজো করেছিলেন। সেই যুদ্ধের শেষ দিন, অর্থাৎ দশমীর দিনই হয়েছিল রাবণ বধ। সেই থেকেই দশমীর দিন পালন করা হয় দশেরা বা রাবণ বধ।

2 / 5
সল্টলেক সাংস্কৃতিক সংসদের প্রেসিডেন্ট প্রদীপ তোডি জানান, এ বছর রাবণ বধের জন্য বিশেষ অতিথি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেয়ে তাঁরা সকলে আপ্লুত। এ বারের রাবণ বধের দিন বিশেষ আতসবাজির শো রাখার সিদ্ধান্তও নিয়েছে সল্টলেক সাংস্কৃতিক সংসদের আয়োজকরা।

সল্টলেক সাংস্কৃতিক সংসদের প্রেসিডেন্ট প্রদীপ তোডি জানান, এ বছর রাবণ বধের জন্য বিশেষ অতিথি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পেয়ে তাঁরা সকলে আপ্লুত। এ বারের রাবণ বধের দিন বিশেষ আতসবাজির শো রাখার সিদ্ধান্তও নিয়েছে সল্টলেক সাংস্কৃতিক সংসদের আয়োজকরা।

3 / 5
এ বারের পুজোয় রীতিমতো ব্যস্ত থাকছেন মহারাজ। আজ, মহাপঞ্চমীতে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দশেরায় আবার সেন্ট্রাল পার্কে সৌরভের হাতে রাবণ বধ হবে। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এ বারের পুজোয় রীতিমতো ব্যস্ত থাকছেন মহারাজ। আজ, মহাপঞ্চমীতে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর উদ্বোধন করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দশেরায় আবার সেন্ট্রাল পার্কে সৌরভের হাতে রাবণ বধ হবে। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

4 / 5
১০ বছর ধরে সল্টলেক সাংস্কৃতিক সংসদে রাবণ বধের আয়োজন করা হয়ে আসছে। এ বার দশেরায় ৫০ ফুটের রাবণের পাশাপাশি থাকবে ৪০ ফুটের মেঘনাদ ও কুম্ভকর্ণ।

১০ বছর ধরে সল্টলেক সাংস্কৃতিক সংসদে রাবণ বধের আয়োজন করা হয়ে আসছে। এ বার দশেরায় ৫০ ফুটের রাবণের পাশাপাশি থাকবে ৪০ ফুটের মেঘনাদ ও কুম্ভকর্ণ।

5 / 5
Follow Us: