Look Revealed: প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’-এর চরিত্রদের লুক, মৃণাল সেনের ‘খারিজ’-এর চরিত্রদের কেমন দেখতে এখন?

Kaushik Ganguly-Palan: মৃণাল সেনের 'খারিজ'-এ অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, ছবির শিশুশিল্পী দেবপ্রতিম দাশগুপ্ত।

| Edited By: | Updated on: May 20, 2022 | 7:15 AM
মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য। মৃণাল সেনের 'খারিজ' ছবিটির সময় এগিয়ে দিয়েছেন। প্রায় ৪০ বছর পর কেমন আছে চরিত্রগুলি?

মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য। মৃণাল সেনের 'খারিজ' ছবিটির সময় এগিয়ে দিয়েছেন। প্রায় ৪০ বছর পর কেমন আছে চরিত্রগুলি?

1 / 9
'খারিজ'-এ অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, ছবির শিশুশিল্পী দেবপ্রতিম দাশগুপ্ত।

'খারিজ'-এ অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, শ্রীলা মজুমদার, ছবির শিশুশিল্পী দেবপ্রতিম দাশগুপ্ত।

2 / 9
এই ছবিতেও আছেন তাঁরা। তাঁদের বয়স বেড়ে গিয়েছে।

এই ছবিতেও আছেন তাঁরা। তাঁদের বয়স বেড়ে গিয়েছে।

3 / 9
১৯৮২ সালে মৃণাল সেন তাঁর ওই ছবিতে যাঁদের নিয়ে কাজ করেছিলেন, ২০২২-এ কৌশিকও করলেন তাইই। একে কী বলা যায় সমাপতন?

১৯৮২ সালে মৃণাল সেন তাঁর ওই ছবিতে যাঁদের নিয়ে কাজ করেছিলেন, ২০২২-এ কৌশিকও করলেন তাইই। একে কী বলা যায় সমাপতন?

4 / 9
কান চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। একটি মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে রহস্যময় মৃত্যু ও নানা ঘটনা নিয়ে সেই সময় খারিজ বেশ আলোড়ন ফেলেছিল।

কান চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল 'খারিজ'। একটি মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে রহস্যময় মৃত্যু ও নানা ঘটনা নিয়ে সেই সময় খারিজ বেশ আলোড়ন ফেলেছিল।

5 / 9
কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, "আমি তখন অন্য ধারার বাংলা ছবির সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না। আমার কাছে নাটক মানে ছিল নহবত, হাতি মেরে সাথী দেখে কেঁদেছিলাম। সে সময়েই খারিজ দেখা। এই ছবি দেখে মনে হয়েছিল এ আমি কী দেখলাম। কী যে অনুভূতি হয়েছিল আমি বোঝাতে পারব না।"

কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, "আমি তখন অন্য ধারার বাংলা ছবির সঙ্গে খুব একটা পরিচিত ছিলাম না। আমার কাছে নাটক মানে ছিল নহবত, হাতি মেরে সাথী দেখে কেঁদেছিলাম। সে সময়েই খারিজ দেখা। এই ছবি দেখে মনে হয়েছিল এ আমি কী দেখলাম। কী যে অনুভূতি হয়েছিল আমি বোঝাতে পারব না।"

6 / 9
ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। মৃণালের 'খারিজ'-এ তাঁরা ছিলেন না। এটা কৌশিকের নিজস্ব সংযোজন।

ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত ও পাওলি দাম। মৃণালের 'খারিজ'-এ তাঁরা ছিলেন না। এটা কৌশিকের নিজস্ব সংযোজন।

7 / 9
ছবির নাম পালান কেন সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, “পালান কথাটা বহু মানুষের জীবনে বহু সতর্কতার কাজ করে, ছবিতে সে রকমই কিছু বলা হয়েছে। তাই ছবির নামও পালান।”

ছবির নাম পালান কেন সে প্রসঙ্গে তাঁর বক্তব্য, “পালান কথাটা বহু মানুষের জীবনে বহু সতর্কতার কাজ করে, ছবিতে সে রকমই কিছু বলা হয়েছে। তাই ছবির নামও পালান।”

8 / 9
প্রকাশ পেল ছবির চরিত্রদের লুক।

প্রকাশ পেল ছবির চরিত্রদের লুক।

9 / 9
Follow Us: