Bangla News » Photo gallery » Shafali Verma received player of the match award after IND W beat BAN W in Asia Cup 2022
Shafali Verma: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নয়া রেকর্ড শেফালির
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Oct 09, 2022 | 7:30 AM
চলতি এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন না তারকা ওপেনার শেফালি ভার্মা। বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে নামেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে দাপটের সঙ্গে জেতে ভারত। প্রায় ২০টি ইনিংসের পর অর্ধশতরান এল শেফালি ভার্মার ব্যাটে। মাত্র ৪৪ বলে ৫৫ রান করে ফেরেন তিনি। মেয়েদের ক্রিকেটে কণিষ্ঠতম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে হাজার রানের রেকর্ড গড়েছেন শেফালি।
Oct 09, 2022 | 7:30 AM
চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন না তারকা ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma)। বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করতে নামেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে দাপটের সঙ্গে জেতে ভারত। (Pic Courtesy- ACC Media)
1 / 5
প্রায় ২০টি ইনিংসের পর অর্ধশতরান এল শেফালি ভার্মার ব্যাটে। মাত্র ৪৪ বলে ৫৫ রান করে ফেরেন তিনি। মেয়েদের ক্রিকেটে কণিষ্ঠতম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে হাজার রানের রেকর্ড গড়েছেন শেফালি। পাশাপাশি ৪ ওভার বল করে ২ টি উইকেট নিয়েছেন তিনি। (Pic Courtesy- ACC Media)
2 / 5
এশিয়া কাপে এর আগে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিরুদ্ধে খেলেছিলেন শেফালি। লঙ্কানদের বিরুদ্ধে ১০ রান এবং মালয়েশিয়ার বিরুদ্ধে ৪৬ রান করেছিলেন ১৮ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার। (Pic Courtesy- ACC Media)
3 / 5
পাকিস্তানের বিরুদ্ধে তিনি ছিলেন না ভারতের একাদশে। তবে রিচা ঘোষ অসুস্থ হয়ে মাঠ ছাড়ার ফলে, শেফালি তাঁর জায়গায় উইকেটকিপিং করেছিলেন। (Pic Courtesy- ACC Media)
4 / 5
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন শেফালি। ম্যাচের শেষে তিনি বলেন, "আমি সবসময় চিন্তা করি দল কী চায়। এবং তার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি। আমি ভালো জায়গায় বোলিং করার কথা ভাবছিলাম। কঠোর পরিশ্রম করার ফল পেয়েছি, অনেক দিন হাফসেঞ্চুরি পেলাম, তাই আমি খুশি।" (Pic Courtesy- ACC Media)