Bollywood Molestation: ফাঁকা ফ্ল্যাটে পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ, তবুও কেন স্ত্রী পাশে ছিলেন অভিনেতা সাইনি আহুজার?

Shiney Ahuja: ২০০৯ সাল নাগাদ বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আসে সাইনির বিরুদ্ধে। কেরিয়ার শেষ হয়ে যায় সাইনির।

| Edited By: | Updated on: Aug 15, 2022 | 7:26 PM
সাইনি আহুজার বড় পর্দায় অভিষেক ঘটে ২০০৬ সালে 'হাজারোঁ খোয়াইসে অ্যাসি' ছবির হাত ধরে। ওই ছবির জন্য সেরা ডেবিউট্যান্টের অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন সাইনি। তার পরপরই 'গ্যাংস্টার', 'ইও লমহে', 'লাইফ ইন আ মেট্রো', 'ভুল ভুলাইয়া'র তো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন সাইনি। ২০০৯ সাল নাগাদ বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আসে সাইনির বিরুদ্ধে। কেরিয়ার শেষ হয়ে যায় সাইনির।

সাইনি আহুজার বড় পর্দায় অভিষেক ঘটে ২০০৬ সালে 'হাজারোঁ খোয়াইসে অ্যাসি' ছবির হাত ধরে। ওই ছবির জন্য সেরা ডেবিউট্যান্টের অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন সাইনি। তার পরপরই 'গ্যাংস্টার', 'ইও লমহে', 'লাইফ ইন আ মেট্রো', 'ভুল ভুলাইয়া'র তো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন সাইনি। ২০০৯ সাল নাগাদ বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আসে সাইনির বিরুদ্ধে। কেরিয়ার শেষ হয়ে যায় সাইনির।

1 / 6
এই ঘটনা ঘটার আগে সাইনি ছিলেন বলিউডের অন্যতম  প্রতিশ্রুতিবান অভিনেতা। তাঁকে নিয়ে অনেক বড়-বড় প্রজেক্টে কাজ করার কথা ভেবে রেখেছিলেন বলি-নির্মাতারা। কিন্তু ধর্ষণের অভিযোগ আসার পর অভিনয় কেরিয়ার মুখ থুপড়ে পরে সাইনির।

এই ঘটনা ঘটার আগে সাইনি ছিলেন বলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেতা। তাঁকে নিয়ে অনেক বড়-বড় প্রজেক্টে কাজ করার কথা ভেবে রেখেছিলেন বলি-নির্মাতারা। কিন্তু ধর্ষণের অভিযোগ আসার পর অভিনয় কেরিয়ার মুখ থুপড়ে পরে সাইনির।

2 / 6
নিজেরই বাড়ির ১৯ বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আসে সাইনির বিরুদ্ধে। কেবল তাই নয়, পরিচারিকাকে হুমকিরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

নিজেরই বাড়ির ১৯ বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আসে সাইনির বিরুদ্ধে। কেবল তাই নয়, পরিচারিকাকে হুমকিরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

3 / 6
ঘটনার কিছু সময় পর 'ধর্ষিতা' পরিচারিকা নিজের বয়ান বদলেছিলেন। জানিয়েছিলেন সাইনি তাঁকে ধর্ষণ করেননি। সে সময় বলিউডের কিছু ছবিতে কাজের অফারও পেয়েছিলেন সাইনি।

ঘটনার কিছু সময় পর 'ধর্ষিতা' পরিচারিকা নিজের বয়ান বদলেছিলেন। জানিয়েছিলেন সাইনি তাঁকে ধর্ষণ করেননি। সে সময় বলিউডের কিছু ছবিতে কাজের অফারও পেয়েছিলেন সাইনি।

4 / 6
পরিচারিকার বয়ান যে মিথ্যা, তা বুঝতে বেশি সময় লাগেনি বিচারপতির। চাপের মুখে পড়ে বয়ান বদলাতে বাধ্য হয়েছিলেন সেই পরিচারিকা। ৭ বছরের হাজতবাস হয়েছিল সাইনির।

পরিচারিকার বয়ান যে মিথ্যা, তা বুঝতে বেশি সময় লাগেনি বিচারপতির। চাপের মুখে পড়ে বয়ান বদলাতে বাধ্য হয়েছিলেন সেই পরিচারিকা। ৭ বছরের হাজতবাস হয়েছিল সাইনির।

5 / 6
এই গোটা ঘটনায় সাইনি পাশে পেয়েছিলেন তাঁর স্ত্রী অনুপম আহুজাকে। জানিয়েছিলেন, অনুপম তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ।

এই গোটা ঘটনায় সাইনি পাশে পেয়েছিলেন তাঁর স্ত্রী অনুপম আহুজাকে। জানিয়েছিলেন, অনুপম তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ।

6 / 6
Follow Us: