Bollywood Actors: বলিউডের তারকারা নিজেদের চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেন চমকে, যেমন করলেন অর্জুন কাপুর

Bollywood Actors: অর্জুন কাপুর সম্প্রতি নিজের সিক্স প্যাক অ্যাবের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। বলিউডের প্রায় সব তারকাই নিজেদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন।

| Edited By: | Updated on: May 09, 2022 | 11:35 PM
১. বলিউডের অভিনেতারা প্রায়শই নিজেদের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন। ছবির স্বার্থে তাঁরা এমন নিজেদের চেহারার পরিবর্তন করেন, যা দেখে চমকে যেতে হয়। অনুরাগীরা খুশিও হন তা দেখে।

১. বলিউডের অভিনেতারা প্রায়শই নিজেদের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন। ছবির স্বার্থে তাঁরা এমন নিজেদের চেহারার পরিবর্তন করেন, যা দেখে চমকে যেতে হয়। অনুরাগীরা খুশিও হন তা দেখে।

1 / 8
২. অর্জুন কাপুর সম্প্রতি অর্জুন কাপুর একটি ছবি দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে, পুরনো ছবির পাশে রয়েছে নতুন ছবি। যে ছবিতে তাঁর সিক্স প্যাক অ্যাব দেখে অনুরাগীকুল মুগ্ধ।

২. অর্জুন কাপুর সম্প্রতি অর্জুন কাপুর একটি ছবি দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে, পুরনো ছবির পাশে রয়েছে নতুন ছবি। যে ছবিতে তাঁর সিক্স প্যাক অ্যাব দেখে অনুরাগীকুল মুগ্ধ।

2 / 8
৩. শাহরুখ খান   বলিউড বাদশার বয়স ৫৬ বছর। তাঁর আগামী ছবি ‘পাঠান’। এই ছবির জন্য তিনি আবার সিক্স প্যাক করেছেন। সেই ছবি দেখে অনুরাগীরা হতবাক।

৩. শাহরুখ খান বলিউড বাদশার বয়স ৫৬ বছর। তাঁর আগামী ছবি ‘পাঠান’। এই ছবির জন্য তিনি আবার সিক্স প্যাক করেছেন। সেই ছবি দেখে অনুরাগীরা হতবাক।

3 / 8
৪. সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ ছবির জন্য ৬২ বছর বয়সে নিজের চেহারার আমুল পরিবর্তন করেন সকলের প্রিয় সঞ্জুবাবা।

৪. সঞ্জয় দত্ত ‘কেজিএফ ২’ ছবির জন্য ৬২ বছর বয়সে নিজের চেহারার আমুল পরিবর্তন করেন সকলের প্রিয় সঞ্জুবাবা।

4 / 8
৫. আমির খান নিজের চেহারা নিয়ে যে অভিনেতা সবচেয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছন, তিনি আর কেউ নন, বলিউডের মি, পারফেক্সনিস্ট আমির খান। তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’-তেও তাঁকে নানা রূপে দেখা যাবে।

৫. আমির খান নিজের চেহারা নিয়ে যে অভিনেতা সবচেয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছন, তিনি আর কেউ নন, বলিউডের মি, পারফেক্সনিস্ট আমির খান। তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’-তেও তাঁকে নানা রূপে দেখা যাবে।

5 / 8
কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কড়া নজরে তিনি পরিচালকের দিকে তাকিয়ে বাড়ি চলে যান। এরপর সেদিন রাতেই অনুরাগ কাশ্যপ একটি ফোন পান। তাঁকে জানান হয়, পরের দিনই দেখা করতে। অনুরাগ কাশ্যপ পৌঁছে যান সেখানে। এরপর তাঁকে জানানো হয় তিনি সেই ছবি থেকে বাদ।

কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কড়া নজরে তিনি পরিচালকের দিকে তাকিয়ে বাড়ি চলে যান। এরপর সেদিন রাতেই অনুরাগ কাশ্যপ একটি ফোন পান। তাঁকে জানান হয়, পরের দিনই দেখা করতে। অনুরাগ কাশ্যপ পৌঁছে যান সেখানে। এরপর তাঁকে জানানো হয় তিনি সেই ছবি থেকে বাদ।

6 / 8
অজয় দেবগণ- বলিউডের অন্যতম সুপারস্টার অজয় দেবগণও এমনটাই কাজ করেছেন কেরিয়ারে সাফল্যের কথা ভেবে। Ajay Devgan থেকে সরিয়ে দেওয়া হয় পদবীর A, তারপর থেকেই তিনি লেখেন Ajay Devgn।

অজয় দেবগণ- বলিউডের অন্যতম সুপারস্টার অজয় দেবগণও এমনটাই কাজ করেছেন কেরিয়ারে সাফল্যের কথা ভেবে। Ajay Devgan থেকে সরিয়ে দেওয়া হয় পদবীর A, তারপর থেকেই তিনি লেখেন Ajay Devgn।

7 / 8
৮. হৃত্বিক রোশন ‘ওয়ার’ ছবিতে তাঁর লুক দেখে চমকে যান অনুরাগী কুল। তিনি লুক পরিবর্তন করে এখন বলিউডের গ্রিক দেবতা।

৮. হৃত্বিক রোশন ‘ওয়ার’ ছবিতে তাঁর লুক দেখে চমকে যান অনুরাগী কুল। তিনি লুক পরিবর্তন করে এখন বলিউডের গ্রিক দেবতা।

8 / 8
Follow Us:
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে