Shubman Gill: চার ইনিংসে তিন শতরান, গিল মনে করাচ্ছেন সচিনকে

জবরদস্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার শুভমন গিল। ব্যাটে ঝরছে আগুন। হায়দরাবাদে ডবল সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্দোরে ১১২ রানের ইনিংস খেললেন।

| Edited By: | Updated on: Jan 25, 2023 | 7:30 AM
ভারতীয় দলের নয়া রানমেশিন শুভমন গিল। নিজের স্বল্পদিনের ওডিআই কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকিয়েছেন। শেষ চার ইনিংসের মধ্যে তিনটিই শতরান।। ১১৬, ২০৮, ৪০ এবং ১১২। (ছবি:টুইটার)

ভারতীয় দলের নয়া রানমেশিন শুভমন গিল। নিজের স্বল্পদিনের ওডিআই কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকিয়েছেন। শেষ চার ইনিংসের মধ্যে তিনটিই শতরান।। ১১৬, ২০৮, ৪০ এবং ১১২। (ছবি:টুইটার)

1 / 8
নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে ৭২ বলে শতরান পূর্ণ করেন। মোট রান ৭৮ বলে ১১২। শুভমনের কাছে তৃতীয় ওডিআইতেও দ্বিশতরানের সুযোগ ছিল। কিন্তু দ্রুত রান তোলার তাড়ায় সুযোগ খুইয়েছেন।(ছবি:টুইটার)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে ৭২ বলে শতরান পূর্ণ করেন। মোট রান ৭৮ বলে ১১২। শুভমনের কাছে তৃতীয় ওডিআইতেও দ্বিশতরানের সুযোগ ছিল। কিন্তু দ্রুত রান তোলার তাড়ায় সুযোগ খুইয়েছেন।(ছবি:টুইটার)

2 / 8
গিলের ১১২ রানের ইনিংস দেখে অনেকের সচিন তেন্ডুলকরের কথা মনে পড়েছে। ২৩ বছরের শুভমনের স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ মাস্টার ব্লাস্টারকে স্মরণ করিয়ে দিয়েছে। (ছবি:টুইটার)

গিলের ১১২ রানের ইনিংস দেখে অনেকের সচিন তেন্ডুলকরের কথা মনে পড়েছে। ২৩ বছরের শুভমনের স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ মাস্টার ব্লাস্টারকে স্মরণ করিয়ে দিয়েছে। (ছবি:টুইটার)

3 / 8
একসময় সচিন তেন্ডুলকর ক্রিজে নামলে বিপক্ষের বোলারদের মাথাব্যথা বেড়ে যেত। শুভমনও বিপক্ষের বুকে ভয় ধরাতে সক্ষম হয়েছেন। অষ্টম ওভারের পঞ্চম বলে ফার্গুসনের বলে আপার কাট মেরে ছয় হাঁকান। স্বয়ং ক্যাপ্টেন রোহিত শর্মা অবাক হয়ে গিয়েছিলেন।(ছবি:টুইটার)

একসময় সচিন তেন্ডুলকর ক্রিজে নামলে বিপক্ষের বোলারদের মাথাব্যথা বেড়ে যেত। শুভমনও বিপক্ষের বুকে ভয় ধরাতে সক্ষম হয়েছেন। অষ্টম ওভারের পঞ্চম বলে ফার্গুসনের বলে আপার কাট মেরে ছয় হাঁকান। স্বয়ং ক্যাপ্টেন রোহিত শর্মা অবাক হয়ে গিয়েছিলেন।(ছবি:টুইটার)

4 / 8
তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ৩৬০ রানের রেকর্ড রয়েছে বাবর আজমের ঝুলিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি দ্বিশতরান ও একটি শতরান করে শুভমন ছুঁয়ে ফেলেছেন পাক অধিনায়ককে।(ছবি:টুইটার)

তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি ৩৬০ রানের রেকর্ড রয়েছে বাবর আজমের ঝুলিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি দ্বিশতরান ও একটি শতরান করে শুভমন ছুঁয়ে ফেলেছেন পাক অধিনায়ককে।(ছবি:টুইটার)

5 / 8
এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে অবশ্য শুভমনই এক সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী। এতদিন বিরাট কোহলির কাছে এই নজির ছিল। এখন তা গিলের দখলে।(ছবি:টুইটার)

এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে অবশ্য শুভমনই এক সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী। এতদিন বিরাট কোহলির কাছে এই নজির ছিল। এখন তা গিলের দখলে।(ছবি:টুইটার)

6 / 8
গতবছরের শেষ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। বিপক্ষের কোনও পরিকল্পনাই তাঁর ব্যাটিং থামানোর কাজে লাগছে না। (ছবি:টুইটার)

গতবছরের শেষ থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। বিপক্ষের কোনও পরিকল্পনাই তাঁর ব্যাটিং থামানোর কাজে লাগছে না। (ছবি:টুইটার)

7 / 8
হোলকার স্টেডিয়ামে ১৩টি চার ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজিয়েছিলেন শুভমন।(ছবি:টুইটার)

হোলকার স্টেডিয়ামে ১৩টি চার ও পাঁচটি ছক্কায় ইনিংস সাজিয়েছিলেন শুভমন।(ছবি:টুইটার)

8 / 8
Follow Us: