Alexia Putellas: হাঁটুর চোটে শেষ হতে বসেছিল দু’বারের ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়ার কেরিয়ার
ফুটবল বিশ্বের অন্যতম সম্মানীয় পুরস্কার হল ব্যালন ডি'অর। এ বার পুরুষদের বিভাগে ব্যালন ডি'অর পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেঞ্জেমা। আর অন্যদিকে মহিলাদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন স্পেন এবং বার্সেলোনার হয়ে খেলা অ্যালেক্সিয়া পুতেয়াস।
Most Read Stories