Alexia Putellas: হাঁটুর চোটে শেষ হতে বসেছিল দু’বারের ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়ার কেরিয়ার

ফুটবল বিশ্বের অন্যতম সম্মানীয় পুরস্কার হল ব্যালন ডি'অর। এ বার পুরুষদের বিভাগে ব্যালন ডি'অর পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেঞ্জেমা। আর অন্যদিকে মহিলাদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন স্পেন এবং বার্সেলোনার হয়ে খেলা অ্যালেক্সিয়া পুতেয়াস।

| Edited By: | Updated on: Oct 19, 2022 | 6:45 AM
ফুটবল বিশ্বের অন্যতম সম্মানীয় পুরস্কার হল ব্যালন ডি'অর। এ বার পুরুষদের বিভাগে ব্যালন ডি'অর পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেঞ্জেমা। আর অন্যদিকে মহিলাদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন স্পেন এবং বার্সেলোনার হয়ে খেলা অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas)। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

ফুটবল বিশ্বের অন্যতম সম্মানীয় পুরস্কার হল ব্যালন ডি'অর। এ বার পুরুষদের বিভাগে ব্যালন ডি'অর পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা করিম বেঞ্জেমা। আর অন্যদিকে মহিলাদের বিভাগে এই পুরস্কার পেয়েছেন স্পেন এবং বার্সেলোনার হয়ে খেলা অ্যালেক্সিয়া পুতেয়াস (Alexia Putellas)। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

1 / 5
অ্যালেক্সিয়া পুতেয়াস মহিলা ফুটবলারদের মধ্যে পর পর দু'বছর ব্যালন ডি'অর জিতলেন। স্পেনের জাতীয় দল এবং বার্সেলোনার হয়ে খেলেন অ্যালেক্সিয়া। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

অ্যালেক্সিয়া পুতেয়াস মহিলা ফুটবলারদের মধ্যে পর পর দু'বছর ব্যালন ডি'অর জিতলেন। স্পেনের জাতীয় দল এবং বার্সেলোনার হয়ে খেলেন অ্যালেক্সিয়া। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

2 / 5
খুব ছোট্ট বয়স থেকেই অনবদ্য ফুটবল খেলতেন অ্যালেক্সিয়া। যে কারণে, তাঁকে দলে নিতে চাইতো সকলেই। বড় হয়ে তিনিই হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের আইকন। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

খুব ছোট্ট বয়স থেকেই অনবদ্য ফুটবল খেলতেন অ্যালেক্সিয়া। যে কারণে, তাঁকে দলে নিতে চাইতো সকলেই। বড় হয়ে তিনিই হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের আইকন। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

3 / 5
৯১,৫৫৩ দর্শকের সামনে এল ক্লাসিকোতে গোল করেছিলেন বার্সেলোনা অধিনায়ক অ্যালেক্সিয়া। মেয়েদের ফুটবল এটাই রেকর্ড সংখ্যক দর্শক। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

৯১,৫৫৩ দর্শকের সামনে এল ক্লাসিকোতে গোল করেছিলেন বার্সেলোনা অধিনায়ক অ্যালেক্সিয়া। মেয়েদের ফুটবল এটাই রেকর্ড সংখ্যক দর্শক। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

4 / 5
একটা সময় হাঁটুর চোটে কেরিয়ার শেষ হতে চলেছিল অ্যালেক্সিয়ার। তবে হাল ছাড়েননি তিনি। অদম্য জেদেই মাঠে ফিরেছিলেন। এই নিয়ে পর পর দু'বার ব্যালন ডি'অরও জিতলেন। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

একটা সময় হাঁটুর চোটে কেরিয়ার শেষ হতে চলেছিল অ্যালেক্সিয়ার। তবে হাল ছাড়েননি তিনি। অদম্য জেদেই মাঠে ফিরেছিলেন। এই নিয়ে পর পর দু'বার ব্যালন ডি'অরও জিতলেন। (ছবি-অ্যালেক্সিয়া পুতেয়াস টুইটার)

5 / 5
Follow Us: