Indian Cricketers Old Age Photo: নেটদুনিয়ায় পড়ল হইচই, হঠাৎই বুড়ো হয়ে গেলেন ধোনি-বিরাটরা!

Artificial Intelligence Art : চুল-দাড়িতে ধরেছে পাক... ঝুলে পড়েছে চামড়া... এক ঝটকায় সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা বুড়ো হয়ে গেলেন। অবাক হচ্ছেন? তেমনটা হলে অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা বৃদ্ধ বয়সে কেমন দেখতে হবেন।

| Edited By: | Updated on: May 09, 2023 | 10:50 AM
 সম্প্রতি SK MD ABU SAHID নামের একজন শিল্পী বিভিন্ন ভারতীয় ক্রিকেটার বয়স্ক হলে কেমন দেখতে হবেন, সেই সংক্রান্ত একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্ট প্রকাশ করেছেন। সেখানে রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ধোনি, বিরাট, রোহিত ও হার্দিকরাও। যেমন- এই ছবিটি হল মাস্টার ব্লাস্টারের। (Pic courtesy - sahixd instagram)

সম্প্রতি SK MD ABU SAHID নামের একজন শিল্পী বিভিন্ন ভারতীয় ক্রিকেটার বয়স্ক হলে কেমন দেখতে হবেন, সেই সংক্রান্ত একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্ট প্রকাশ করেছেন। সেখানে রয়েছেন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ধোনি, বিরাট, রোহিত ও হার্দিকরাও। যেমন- এই ছবিটি হল মাস্টার ব্লাস্টারের। (Pic courtesy - sahixd instagram)

1 / 10
সচিন-ধোনি-বিরাটদের এআই ছবি শেয়ার করে এসকে এমডি আবু সাহিদ ইন্সটাগ্রামে যে পোস্টটি করেছেন তার ক্যাপশনে লেখা হয়েছে, 'এআই ভারতীয় ক্রিকেটারদের বয়স্ক পুরুষ হিসেবে চিত্রিত করেছে'। (Pic courtesy - sahixd instagram)

সচিন-ধোনি-বিরাটদের এআই ছবি শেয়ার করে এসকে এমডি আবু সাহিদ ইন্সটাগ্রামে যে পোস্টটি করেছেন তার ক্যাপশনে লেখা হয়েছে, 'এআই ভারতীয় ক্রিকেটারদের বয়স্ক পুরুষ হিসেবে চিত্রিত করেছে'। (Pic courtesy - sahixd instagram)

2 / 10
Midjourney AI ব্যবহার করে এসকে এমডি আবু সাহিদ বিরাট কোহলি-রোহিত শর্মাদের এআই ছবি তৈরি করেছেন। (Pic courtesy - sahixd instagram)

Midjourney AI ব্যবহার করে এসকে এমডি আবু সাহিদ বিরাট কোহলি-রোহিত শর্মাদের এআই ছবি তৈরি করেছেন। (Pic courtesy - sahixd instagram)

3 / 10
রোহিত শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়াদের এই এআই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। (Pic courtesy - sahixd instagram)

রোহিত শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়াদের এই এআই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। (Pic courtesy - sahixd instagram)

4 / 10
নেটদুনিয়ায় জসপ্রীত বুমরা, লোকেশ রাহুলদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা ছবি নিয়ে দু'রকম মতামত এসেছে। (Pic courtesy - sahixd instagram)

নেটদুনিয়ায় জসপ্রীত বুমরা, লোকেশ রাহুলদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা ছবি নিয়ে দু'রকম মতামত এসেছে। (Pic courtesy - sahixd instagram)

5 / 10
ইন্সটাগ্রামে চেতেশ্বর পূজারাদের এই ছবিতে ভালো-মন্দ দুই ধরণের কমেন্টই এসেছে। (Pic courtesy - sahixd instagram)

ইন্সটাগ্রামে চেতেশ্বর পূজারাদের এই ছবিতে ভালো-মন্দ দুই ধরণের কমেন্টই এসেছে। (Pic courtesy - sahixd instagram)

6 / 10
কেউ কেউ মজা করে কমেন্ট করেছেন, 'শিখর ধাওয়ানের বয়সকালে মাথায় চুল হল কী করে?' (Pic courtesy - sahixd instagram)

কেউ কেউ মজা করে কমেন্ট করেছেন, 'শিখর ধাওয়ানের বয়সকালে মাথায় চুল হল কী করে?' (Pic courtesy - sahixd instagram)

7 / 10
 রবীন্দ্র জাডেজার এআই ছবিতে চশমা পরিয়ে দিয়েছেন শিল্পী। তাই এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী কমেন্ট করেছেন, 'রবীন্দ্র জাডেজা = রবীন্দ্রনাথ ঠাকুর।' (Pic courtesy - sahixd instagram)

রবীন্দ্র জাডেজার এআই ছবিতে চশমা পরিয়ে দিয়েছেন শিল্পী। তাই এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী কমেন্ট করেছেন, 'রবীন্দ্র জাডেজা = রবীন্দ্রনাথ ঠাকুর।' (Pic courtesy - sahixd instagram)

8 / 10
ভারতীয় তারতা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ছবি দেখে একজন কমেন্ট করেছেন, 'এ তো নিক ফিউরি। তাও আবার মাথায় চুল রয়েছে তেমন নিক ফিউরি।' আসলে নিক ফিউরি হলেন মার্ভেল কমিক্সের একটি চরিত্র। (Pic courtesy - sahixd instagram)

ভারতীয় তারতা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ছবি দেখে একজন কমেন্ট করেছেন, 'এ তো নিক ফিউরি। তাও আবার মাথায় চুল রয়েছে তেমন নিক ফিউরি।' আসলে নিক ফিউরি হলেন মার্ভেল কমিক্সের একটি চরিত্র। (Pic courtesy - sahixd instagram)

9 / 10
লোকেশ রাহুল-বিরাট কোহলিদের এই এআই ছবি নিশ্চিতভাবেই এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত এক বিষয় হয়ে উঠেছে। সকলেই সুযোগ পেলে ঢুঁ মেরে আসছেন sahixd এই ইন্সটাগ্রাম প্রোফাইলে। (Pic courtesy - sahixd instagram)

লোকেশ রাহুল-বিরাট কোহলিদের এই এআই ছবি নিশ্চিতভাবেই এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত এক বিষয় হয়ে উঠেছে। সকলেই সুযোগ পেলে ঢুঁ মেরে আসছেন sahixd এই ইন্সটাগ্রাম প্রোফাইলে। (Pic courtesy - sahixd instagram)

10 / 10
Follow Us: