Trolling: কখনও পোশাক, কখনও হট পোজ়, সোশ্যাল মিডিয়া জুড়ে চরম ট্রোল কতটা বিচলিত করে স্বস্তিকাকে!

Swastika Mukherjee: স্বস্তিকা মুখোপাধ্যায় প্রতিটা ক্ষেত্রে যেভাবে ছক ভাঙা ফ্যাশন থেকে শুরু করে খোলামেলা নিজের মতামত রেখে এসেছেন, তাতে ট্রোলিং-এ বারে বারে ঝড় উঠতে দেখা গিয়েছে।

| Edited By: | Updated on: May 18, 2022 | 5:15 PM
সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এ বর্তমানে খুব একটা গুরুত্ব দেন না সেলেবমহল। কারণ একটাই, প্রতিটা ধাপে ধাপে যেভাবে পাল্টাচ্ছে মানসিকতা, যেভাবে স্বাধীনচেতা মনোভাব বিকাশ পাচ্ছে, তাতে কটুকথায় কান দেওয়াকে পাশ কাটনোকেই প্রাধান্য দিচ্ছেন সকলে।

সোশ্যাল মিডিয়া ট্রোলিং-এ বর্তমানে খুব একটা গুরুত্ব দেন না সেলেবমহল। কারণ একটাই, প্রতিটা ধাপে ধাপে যেভাবে পাল্টাচ্ছে মানসিকতা, যেভাবে স্বাধীনচেতা মনোভাব বিকাশ পাচ্ছে, তাতে কটুকথায় কান দেওয়াকে পাশ কাটনোকেই প্রাধান্য দিচ্ছেন সকলে।

1 / 7
সেই তালিকাতে রয়েছেন খোদ স্বস্তিকা মুখোপাধ্যায়ও। স্বস্তিকা মুখোপাধ্যায় প্রতিটা ক্ষেত্রে যেভাবে ছক ভাঙা ফ্যাশন থেকে শুরু করে খোলামেলা নিজের মতামত রেখে এসেছেন, তাতে ট্রোলিং-এ বারে বারে ঝড় উঠতে দেখা গিয়েছে।

সেই তালিকাতে রয়েছেন খোদ স্বস্তিকা মুখোপাধ্যায়ও। স্বস্তিকা মুখোপাধ্যায় প্রতিটা ক্ষেত্রে যেভাবে ছক ভাঙা ফ্যাশন থেকে শুরু করে খোলামেলা নিজের মতামত রেখে এসেছেন, তাতে ট্রোলিং-এ বারে বারে ঝড় উঠতে দেখা গিয়েছে।

2 / 7
তবে সত্যি কি স্বস্তিকাকে এই কু-মন্তব্য ট্রোলিং কোনওভাবে বিচলিত করে! তার সপাট উত্তর দিলেন এবার তিনি নিজেই। সদ্য নিউজ় এইট্টিন-কে  দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি ট্রোলে নজর দেন না।

তবে সত্যি কি স্বস্তিকাকে এই কু-মন্তব্য ট্রোলিং কোনওভাবে বিচলিত করে! তার সপাট উত্তর দিলেন এবার তিনি নিজেই। সদ্য নিউজ় এইট্টিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি ট্রোলে নজর দেন না।

3 / 7
কারণ হিসেবে স্বস্তিকা স্পষ্ট করেন যে, তিনি যখন প্রথম প্রথম সোশ্যাল মিডিয়ায় যোগ দিয়েছিলেন, তখন তাঁকে এই বিষয়গুলো ভাবিয়ে তুলতো।

কারণ হিসেবে স্বস্তিকা স্পষ্ট করেন যে, তিনি যখন প্রথম প্রথম সোশ্যাল মিডিয়ায় যোগ দিয়েছিলেন, তখন তাঁকে এই বিষয়গুলো ভাবিয়ে তুলতো।

4 / 7
কিন্তু এখন তিনি বুঝেছেন, যে কমেন্ট বক্সে তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই, এই জায়গাটা নিয়ন্ত্রণ করে থাকেন নেটিজেনরাই। তাই এই বিষয় তিনি আর মন্তব্য করেন না বর্তমানে।

কিন্তু এখন তিনি বুঝেছেন, যে কমেন্ট বক্সে তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই, এই জায়গাটা নিয়ন্ত্রণ করে থাকেন নেটিজেনরাই। তাই এই বিষয় তিনি আর মন্তব্য করেন না বর্তমানে।

5 / 7
প্রথম দিকে তা স্বস্তিকাকে ভাবিয়ে তুললেন, এখন তিনি কমেন্টে চোখই দেন না। কোনটা তিনি নেবেন, কতটা ফেলে দেবেন, এই ভাল খারাপের ফিল্টারটা এখন তিনি করে থাকেন।

প্রথম দিকে তা স্বস্তিকাকে ভাবিয়ে তুললেন, এখন তিনি কমেন্টে চোখই দেন না। কোনটা তিনি নেবেন, কতটা ফেলে দেবেন, এই ভাল খারাপের ফিল্টারটা এখন তিনি করে থাকেন।

6 / 7
কতটা বিশ্বাস করব, কতটা গ্রহণ করব, কাকে ফলো করব কাকে ফলো করব না, তা বেছে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আর ঠিক সেই কারণেই এখন আর কমেন্ট টেক করি না।

কতটা বিশ্বাস করব, কতটা গ্রহণ করব, কাকে ফলো করব কাকে ফলো করব না, তা বেছে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আর ঠিক সেই কারণেই এখন আর কমেন্ট টেক করি না।

7 / 7
Follow Us: